1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন

অবিলম্বে দ্রব্যমূল্য ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে – খেলাফত মজলিস

  • প্রকাশিত : শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩
  • ৩৩১ বার পড়া হয়েছে

খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইন বলেছেন, সরকার ব্যবসায়ী ও মজুদদারদের নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়েছে। রমজানের পূর্বেই দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাহিরে চলে গেছে। অন্যদিকে খেটে খাওয়া ও নিম্নবিত্ত মানুষের ব্যয়ের তুলনায় আয় বৃদ্ধি না পাওয়ায় সিয়াম সাধনায় তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। রাজধানীতে তীব্র যানজটে জীবনযাত্রা স্থবির হয়ে যাচ্ছে। এছাড়াও বিদ্যুৎ, জ্বালানী তেল ও গ্যাসের মূল্য ইতিমধ্যে কয়েকবার বৃদ্ধি করা হয়েছে। রহমত, মাগফিরাত ও নাজাতের এ মাসে জনগণের দুর্ভোগ না কমিয়ে বরং আরো বৃদ্ধি পেয়েছে। অবিলম্বে সরকারকে দ্রব্যমূল ক্রয়ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। তিনি আজ বাদ জুমা বায়তুল মোকাররম উত্তর গেইটে রমজানের পবিত্রতা রক্ষার দাবিতে খেলাফত মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ শাখার উদ্যোগে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।


ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি অধ্যাপক মাওলানা আজিজুল হকের সভাপতিত্বে ও মহানগরী দক্ষিণ সাধারণ সম্পাদক আবুল হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরো বক্তব্য রাখেন, যুগ্ম-মহাসচিব অধ্যাপক আবদুল জলিল, অ্যাডভোকেট মিজানুর রহমান, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, তাওহীদুল ইসলাম তুহিন, জহিরুল ইসলাম, জিল্লুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি বিলাল আহমদ চৌধুরী, শ্রমিক মজলিসের সহ-সভাপতি আমীর আলী হাওলাদার, হুমায়ুন কবির আজাদ, কাজী আরিফুর রহমান । সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল মাহে রমজানকে স্বাগত জানিয়ে ও রমজানের পবিত্রতা রক্ষার বিভিন্ন দাবি নিয়ে বায়তুল মোকাররম উত্তর গেইট থেকে পল্টন মোড় হয়ে বিজয়নগর মোড়ে এসে সমাপ্ত হয়।


বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী ও ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এক যৌথ বিবৃতিতে বিশ্ববাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেছেন, আল্লাহ তাআলা মুসলমানের উপর রমজানের রোজাকে ফরজ করেছেন। রমজানে মাসে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করার কারণে অন্য মাসের তুলনায় রমজান মাসের গুরুত্ব ও ফজিলত বেশি। এমাসে অশ্লীলতা বেহয়পনা সহ সকল প্রকার গুণাহ ছেড়ে দিয়ে নিজেকে নেক আমলে মশগুল রাখতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews