গত ১৫ মার্চ বুধবার মাহবুবে কিবরিয়া, নায়েবে আম্বিয়া, আমিরুল আউলিয়া হযরত শাহসুফি মাওলানা সৈয়দ আমিরুজ্জমান শাহ্ ক.’র ১৭৮ তম বেলাদত শরীফ ও তাঁর সহধর্মিণী উম্মুল আশেকীন বড় মা সাহেবানী মুহতরামা সৈয়দা ওয়ায়েস খাতুন আউলিয়া রহ.’র ১০৬তম পবিত্র বেছাল শরীফ উপলক্ষে দরবারের প্রধান ওরস শরীফ গাউছিয়া আমির মঞ্জিলের সাজ্জাদানশীন হযরতুলহাজ আল্লামা শাহসুফি সৈয়দ মুহাম্মদ ফরিদুল আবছার আমিরভাণ্ডারীর সভাপতিত্বে পটিয়া আমির ভাণ্ডার শাহী ময়দানে মহাসমারোহে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র আসরের নামাজ জামাত সহকারে আদায়ের মাধ্যমে মাহফিলের সূচনা হয়। এরপর খতমে কুরআন শরীফ, খতমে বোখারী শরীফ, খতমে গাউছিয়া শরীফ, খতমে খাজেগান শরীফ, খতমে গাউছে মাইজভাণ্ডারী শরীফ, মান-কাবাতে আমিরভাণ্ডারী, শিক্ষা সামগ্রী বিতরণ ও জিকিরে সেমা মাহফিল অনুষ্ঠিত হয়।
দেশ ও মুসলিম উম্মার কল্যাণে আখেরি মোনাজাত এর মাধ্যমে মাহফিলে সমাপ্তি হয় এবং আগত সকল আশেকানদের মাঝে তাবারুক বিতরণ করা হয়।
Leave a Reply