1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ন

ইমামের কাঁধে বিড়াল, ভিডিও ভাইরাল

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৬ এপ্রিল, ২০২৩
  • ৩০০ বার পড়া হয়েছে


ভিডিওতে দেখা যায়, এ সময় হঠাৎ ইমামের বুক হয়ে কাঁধে লাফিয়ে উঠে একটি সাদা-ধূসর রঙের বিড়াল। তারপরও নামাজে সুরা তেলাওয়াত চালিয়ে যান ইমাম। প্রথমে ইমামের হাতের ওপরে ওঠে। এরপর ইমাম নামাজরত অবস্থায় তাকে শান্ত করার চেষ্টা করেন। পরে বিড়ালটি ইমামের কাঁধে উঠে যায়। সেখানে কিছুক্ষণ বসে ইমামের মুখে চুমু একে দিয়ে আবার নিচে নেমে যায়।

পবিত্র রমজানের তারাবির সময় ইমামের কাঁধে চড়ে বসে একটি বিড়াল। নামাজের মধ্যে বিড়ালের এমন কাণ্ড নেটিজেনদের মন কেড়েছে। বেশিরভাগ মানুষ এটিকে হৃদয়গ্রাহী বলে আখ্যা দিয়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, তারাবির নামাজ লাইভ সম্প্রচার হচ্ছিল। তাতেই বিড়ালের এমন কাণ্ড ধরা পড়ে। সেখানে দেখা গেছে, একটি বিড়াল একজন ইমামের উপর ঝাঁপিয়ে পড়েছিল। আলজেরিয়ার বোর্দজ বউ অ্যারেরিডজে তারাবি নামাজ পড়াচ্ছিলেন ইমাম ওয়ালিদ মেহসাস।

কিছু সময়ের মধ্যে এই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এই দৃশ্যকে হৃদয়গ্রাহী বলছেন নেটিজেনরা।

একজন টুইটার ব্যবহারকারী লিখেছেন, ধন্যবাদ ইমাম সাহেব। অপর একজন লিখেছেন, সর্বশক্তিমান আল্লাহ নামাজের সময় আদুরে বিড়াল দিয়ে আপনার ঈমানের পরীক্ষা করেছেন। চমৎকার দৃশ্য।

মুবিন আশরাফ নামের এক নারী কমেন্টে লিখেছেন, ইমাম এতটাই অমায়িক ছিলেন যে নামায অব্যাহত রেখে বিড়ালটিকেও উষ্ণতা দিয়েছেন। সর্বোত্তম চরিত্রের ইমাম। প্রাণীকে ভালোবাসুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews