1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৪২ পূর্বাহ্ন

কক্সবাজারে ৪০ কোরআনে হাফেজকে সম্মাননা

  • প্রকাশিত : শনিবার, ২৫ মার্চ, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে

পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করায় ৪০ শিক্ষার্থীকে সম্মাননা দিয়েছে কক্সবাজারের মা‘হাদ আন নিবরাস। কক্সবাজার পাবলিক লাইব্রেরি হলে অনুষ্ঠিত এক বর্ণাঢ্য আয়োজনে তাদের সম্মাননা ক্রেস্ট ও পাগড়ি দেওয়া হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন দেশের বরেণ্য আলেমরা। 

মা‘হাদের প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা জিয়াউল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জামেয়া দারুল মা‘আরিফ আল-ইসলামিয়া উপপরিচালক আল্লামা ফুরকানুল্লাহ খলীল এবং বিশেষ অতিথি ছিলেন রাজধানীর মোহাম্মদপুরের জামিয়াতুল উলুমিল ইসলামিয়ার শাইখুল হাদিস মাওলানা আবুল বাশার মুহাম্মদ সাইফুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে আল্লামা মুহাম্মদ ফুরকানুল্লাহ খলিল বলেন, ‘মা‘হাদ আন-নিবরাস প্রতিষ্ঠার মাত্র পাঁচ বছরেই ইসলামী শিক্ষাঙ্গণে সুনাম অর্জন করেছে। তৃতীয় বারের মতো এবার ৪০ হাফেজ কোরআনকে সম্মাননা পাগড়ি দেওয়া হচ্ছে। আধুনিক ও ইসলামী শিক্ষা কারিকুলামের অনুসরণে মাওলানা জিয়াউল হক কক্সবাজার অঞ্চলে ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে সমাজসেবায় বিশেষ ভূমিকা রাখছেন। ইনশাআল্লাহ, অদূর ভবিষ্যতে এখানকার শিক্ষার্থীরা দেশ ও জাতির সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’ 

মাওলানা জিয়াউল হক বলেন, ‘ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের সৎ, যোগ্য ও সুদক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০১৮ সালে মা‘হাদ আন-নিবরাস প্রতিষ্ঠিত হয়। ইসলামের বিশুদ্ধ আকিদা, শিক্ষা-সংস্কৃতি ও ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে যথার্থ জ্ঞান লাভের পাশাপাশি শিক্ষার্থীরা যেন সমাজ, রাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গণে বিশেষ ভূমিকা রাখতে পারে সেভাবে তাদের গড়ে তোলা হচ্ছে।’

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ নাজমুল হাসান, কক্সবাজার জেলা শিক্ষা অফিসার মো. নাসির উদ্দীন, বিশিষ্ট লেখক মাওলানা রুহুল আমিন সাদী, মাদানী কুতুবখানার সিইও মাওলানা মুফতি আমীমুল ইহসান, কক্সবাজার দারুল কুরআন কমপ্লেক্সের পরিচালক কারি জহিরুল হক, কক্সবাজার বদর মোকাম জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল খালেক নেজামী, নারায়নগঞ্জ মারকাজুল মদীনা আল-লতিফী আল-ইসলামির পরিচালক মাওলানা হাফেজ মুঈন উদ্দিন লতিফী, এড. নেজামুল হক, এড. আবদুর রহিম, ঈদগাঁও আলমাছিয়া ফাজিল মাদরাসার অধ্যাপক নাজিম উদ্দীন, হুফফাজুল কোরআন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনুস ফরাজি, তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা কক্সবাজার শাখার অধ্যক্ষ হাফেজ মুহাম্মদ রিয়াদ হায়দার, কক্সবাজার অনলাইন প্রেসক্লাবের সহসভাপতি ইমাম খাইর, শহীদ তিতুমীর জামে মসজিদের খতীব হাফেজ মুহাম্মদ আবুল মনজুর, উখিয়া কেন্দ্রীয় মসজিদের খতীব মাওলানা মুফতি রিদওয়ানুল কাদির ও আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাহমুদুল হাসান আশরাফী।

উল্লেখ্য, ২০১৮ সালে মা‘হাদ আন-নিবরাস প্রতিষ্ঠিত হয়। ২০১৯ সালে পবিত্র কোরআনের হিফজ সম্পন্নকারী ২১ শিক্ষার্থী ও ২০২২ সালে ৩৬ শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি দেওয়া হয়। এ বছর ৪০ শিক্ষার্থীকে সম্মাননা পাগড়ি দেওয়া হয়। 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews