1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

গাজীপুরের টঙ্গী হায়দারী দরবার শরীফে খোশ‌রোজ শরীফ অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ৬ মার্চ, ২০২৩
  • ১০০৯ বার পড়া হয়েছে

গতকাল গাজীপুর জেলার টঙ্গীর পাগাড় শাহ সা‌হেব হায়দারী গাউসিয়া দরবার শরীফে মহান অলিয়ে কামেল, ত্বরিকা-এ-হায়দারীর প্রবর্তক, আওলাদে রাসুল সা., গাউসে মোকাম, কুতু‌বে দাওরান, মোজাদ্দেদ-এ-জামান হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আবু সাঈদ হায়দার শাহসাহেব ক. বাবা হায়দারী কেবলা কাবার ঔরসজাত, পাগাড় শাহ সা‌হেব বাড়ীর বর্তমান গদীনশীন মুর্শিদ কেবলা মহান অলিয়ে কামেল ত্বরিকা-এ-হায়দারীর নিশান বরদার হযরত মাওলানা শাহ্সুফি আলহাজ্ব সৈয়দ আবু রাজ্জাক হায়দার শাহ সাহেব কেবলা কাবার পবিত্র জন্মদিন উপলক্ষে পাগাড় শরীফে তাঁর মহান খোশরোজ শরীফ উদযাপিত হ‌য়ে‌ছে।

আলহাজ্ব সৈয়দ আবু রাজ্জাক হায়দার শাহ সাহেব

খোশ‌রোজ শরী‌ফে পাগাড় শরীফের মোন্তাজেম-এ-দরবার শরীফ ও সাজ্জাদাহ্ নশীন ডাঃ মাওলানা শাহ্ সুফি আলহাজ্ব ডা. সৈয়দ আবু দাউদ মছনবী হায়দার শাহ সাহেবের সভাপ‌তিত্বে প্রধান অ‌তি‌থি হিসে‌বে উপ‌স্থিত ছি‌লেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি, বি‌শেষ অ‌তি‌থি হি‌সে‌বে উপ‌স্থিত ছি‌লেন গাজীপুর সিটি ক‌র্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভো‌কেট আজমত উল্লাহ খান ও বাংলাদেশ তরিকত ফেডারেশন যুগ্মমহাসচিব আলহাজ্ব মোহাম্মদ আলী ফারুকী। মাহ‌ফি‌লে আলোচনা ক‌রেন ঐতিহাসিক সাদরা দরবার শরীফের পীরজাদা ড. খাজা বাকীবিল্লাহ মিশকাত চৌধুরী, মাওলানা মো. আবু তালহা তা‌রিফ, মাওলানা আবু সা‌লেহ, মাওলানা আশিকুর রহমান আশে‌কে হায়দারী।

অ‌তি‌থিবৃন্দ বাবা হায়দারী কেবলা কাবার মাজার শরীফ জিয়ারত ক‌রেন

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি ব‌লেন, ইসলাম শা‌ন্তির ধর্ম। আল্লাহর ওলীগণ মানুষ‌কে সেই শা‌ন্তির দি‌কে আহ্বান ক‌রে‌ছেন। সন্ত্রাস ও জঙ্গীবা‌দের সা‌থে ইসলা‌মের কোন সম্পর্ক নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কণ‌্যা শেখ হা‌সিনা সারা‌দে‌শে যে ৫৬০ টি ম‌ডেল মস‌জিদ নির্মাণ ক‌রে‌ছেন, পৃ‌থিবী‌তে সরকারী অর্থায়‌নে একসা‌থে এতগু‌লো মস‌জিদ নির্মা‌ণের দ্বিতীয় কোন দৃ‌ষ্টান্ত নেই। গাজীপুর সিটি ক‌র্পোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ ব‌লেন, মহান মু‌ক্তিযু‌দ্ধে এই পাগাড় দরবা‌র শরী‌ফের ৩ জন সদস‌্য শহীদ হ‌য়ে‌ছেন। এই দরবার মুক্তিযুদ্ধের সা‌পেক্ষের শ‌ক্তি। আমি নি‌জে‌কে এই দরবা‌রেরই একজন সদস‌্য ব‌লে ম‌নে ক‌রি। পূর্বে যেভা‌বে দরবার ও অত্র এলাকার উন্নয়‌নে আমা‌কে পা‌শে পে‌য়ে‌ছেন ইনশাআল্লাহ সবসময় পাশে পা‌বেন। গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব এডভো‌কেট আজমত উল্লাহ খান ব‌লেন, আল্লাহ ওলীগণ ইবাদত-ব‌ন্দেগীর মাধ‌্যমে আল্লাহর নৈকট‌্য হা‌সিল ক‌রে‌ছি‌লেন। আমরা তাঁ‌দের প‌থে চল‌লে আমরাও আল্লাহর প্রিয়পাত্র হ‌তে পার‌বো। আওয়ামীলীগ সরকার উন্নয়‌নের জন‌্য বরাদ্ধ দি‌চ্ছে কিন্তু কিছু দূর্নী‌তিবাজ‌দের কার‌ণে যতটুকু উন্নয়ন হওয়ার দরকার ছি‌লো তা হয়‌নি।

পাগাড় শরী‌ফ দরবা‌রের নায়েবে সাজ্জাদাহ্ নশীন শাহ্জাদা সৈয়দ আবু রাফিজ হায়দার ও শাহ্জাদা সৈয়দ আবু মুনজিন হায়দারের প‌রিচালনায় মাহ‌ফি‌লে আরও উপ‌স্থিত ছিলেন বাংলা‌দেশ ত‌রিকত ফেডা‌রেশ‌নের কেন্দ্রীয় সাংগঠ‌নিক সম্পাদক শাহ মোহাম্মদ আলী হোসাইন, বাংলা‌দেশ ত‌রিকত ফেডা‌রেশ‌নের কেন্দ্রীয় ধর্ম সম্পাদক মাওলানা জাহাঙ্গীর আলম। মাহ‌ফি‌লে বিভিন্ন দরবার শরী‌ফের প্র‌তি‌নি‌ধি, সামাজিক ও রাজনৈতিক সংগঠক, সাংবাদিক, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস‌্য ও দেশ-বিদেশ থেকে হাজার হাজার ভক্ত-আশেকান অংশগ্রহণ ক‌রেন। মাহ‌ফিল শে‌ষে বাংলা‌দেশ ও মুস‌লিম উম্মাহর সমৃ‌দ্ধির জন‌্য দোয়া করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews