জ্বলছে আগুন
৷ । আমিন আল আসাদ ।।
১
জ্বলছে আগুন জ্বলছে
হাজার জীবন দলছে।
২
জ্বলছে আগুন করছে ফতুর
ভরছে পকেট চালাক চতুর।
৩
জ্বলছে আগুন মনের ভিটায়
নিভবে না তা জলের ছিটায়।
৪
আগুন জ্বলে হাটবাজারে
আগুন জ্বলে পেটে,
আগুন জ্বলে শপিং মলে
ভবনে মার্কেটে।
আগুন জ্বলে শহর জুড়ে
আগুন জ্বলে গ্রামে,
গ্রামবাসীরা নিঃশ্ব হলেও
চতুর বাঁচে চামে।
Leave a Reply