গত ৫ই এপ্রিল আমেরিকার জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ)-র ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাহফিলে সভাপতিত্ব করেন জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশন অব নিউইয়র্ক (জেবিবিএ)-র সভাপতি গিয়াস আহমেদ।
জ্যাকসন হাইটসের মামাস্ পার্টি হলে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে জাকসন হাইটসের ব্যাবসায়ীদের মাঝে সৌহার্দ্য-সম্প্রীতি ও সারা বিশ্বের মুসলিম জাহানের সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে নিউ ইয়র্কের ব্যাবসায়ীদের অন্যতম সংগঠন জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন অব নিউ ইয়র্ক (জেবিবিএ)-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উডসাইড আহলে বায়াত মসজিদের ইমাম ও খতিব হযরত মাওলানা মুফতি ড. সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রাব্বানী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বারী হোম কেয়ার এর সিইও আসিফ বারীসহ জেবিবিএ সাধারণ সম্পাদক ফাহাদ সোলায়মান ও জেবিবিএ সভাপতি গিয়াস আহমেদ। ইফতার মাহফিলে বাংলাদেশী কমিউনিটির বিভিন্ন স্তরের কমিউনিটি লিডার্স, রাজনীতিবিদ, ব্যবসায়ী, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবির অসংখ্য মানুষ উপস্থিত হয়েছিলেন। এবারে দৃষ্টান্ত স্থাপন করে জেবিবিএ এর কর্মকর্তারা জ্যাকসন হাইটসের বিভিন্ন ব্যবসায়ী প্রতিষ্ঠানে রকমারি ইফতার বক্স পৌঁছে দিয়ে আসেন, যা সকলের প্রশংসা কুড়িয়েছে।
Leave a Reply