আনজুমানে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভান্ডারি (শাহ এমদাদিয়া) আরব আমিরাত কার্যকরী সংসদের উদ্যোগে গত শুক্রবার বাদ মাগরিব আবুধাবির শিল্পনগরী মোছাফ্ফার রজনীগন্ধা খান সিআইপি হলে আয়োজিত বার্ষিক মিলাদুন্নবী (দ:) ও তরিকত মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডার দরবার শরীফের সাজ্জাদানশীন আলহাজ্ব হযরত মওলানা শাহ সুফী সৈয়দ এমদাদুল হক মাইজভাণ্ডারী (ম.)- এর একমাত্র উত্তরাধিকারী আলহাজ্ব সৈয়দ ইরফানুল হক মাইজভাণ্ডারী (ম.)। অনুষ্ঠানে বিশেষ অতিথিনন ছিলেন আমিরাতের আল সুমাইয়া গ্রুপের কর্ণধার, প্রবাসী কল্যাণ সংস্হার প্রতিষ্ঠাতা, আমিরাত হতে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণে বার বার নির্বাচিত সিআইপি, মানবতার সেবক আলহাজ্ব ফখরুল ইসলাম খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাসাউফ ও সূফীবাদের বিভিন্ন বিষয় আলোকপাত করে সুফীবাদের প্রচার ও প্রসারে কাজ করে যাচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। তিনি বলেন, দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষা অপরিহার্য। তাই সকলকে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রশিক্ষিত হওয়ার আহবান জানান এবং এ সম্পর্কে তাদের গৃহীত নানা কর্মকান্ড উল্লেখ করেন। তিনি জেনারেল শিক্ষায় শিক্ষিত না হয়ে কর্মমুখী তথা কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে তার ভক্ত অনুসারীসহ সকলের প্রতিও আহবান জানান।
প্রধান অতিথি তাসাউফ, সুফীবাদসহ বর্তমান প্রেক্ষাপট নিয়ে গবেষণা ভিত্তিক লেখা বেশ কিছু বই বিশেষ অতিথিকে উপহার দেন।।
অনুষ্ঠানে প্রধান অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন আমিরাতের সমন্বয় কমিটির নেতৃবৃন্দ।
পরে দেশ, জাতি, প্রবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহর সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া করা হয়।
Leave a Reply