ওয়াহাবি মতাদর্শে উদ্বুদ্ধ সৌদি রাজতন্ত্র কর্তৃক ১৩৪৪ হিজরির ৮ শাওয়াল পবিত্র জান্নাতুল বাকী কবরস্থানে বুল্ডোজার চালিয়ে নবীকন্যা ফাতিমা যাহরার (সালামুন আলাইহা) রওজাসহ বহু সাহাবীর কবর ধ্বংসের একশ বছর স্মরণে রাজধানীর মিরপুর-১১ তে শোকসভা, বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত শুক্রবার বিকাল ৫টায় ‘সোগওয়ারান -এ- ফাতিমা (সা.আ.)’ এর ব্যানারে লালমাটি এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে মিরপুর-১১ এর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় কয়েকটি গুরুত্বপূর্ণ মোড়ে শোকার্ত মুসলিমরা জান্নাতুল বাকী পুনঃনির্মাণের দাবি জানিয়ে ব্যানার ও প্ল্যাকার্ড সহকারে মানববন্ধন তৈরি করে।
এর আগে বিকাল ৪টায় হাজারো মুসল্লির অংশগ্রহণে লালমাটির কারবালা মারকাযি ইমামবারগাহে একটি শোকসভা অনুষ্ঠিত হয়। ‘সোগওয়ারান -এ- ফাতিমা (সা.আ.)’ এর আহ্বায়ক মাওলানা সাইয়্যেদ আফতাব হোসাইন নাকভীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন- হুজ্জাতুল ইসলাম শাহাবুদ্দিন মাশায়েখি, মাওলানা হাবিব রেযা হোসাইনি, মাওলানা হাশেম আব্বাস, মাওলানা আশরাফুল আলম, মাওলানা আমজাদ হোসাইন, ইকবাল হোসাইন রিজভী, নওহাখান পারভেজ রেযা, আলিম হোসাইন রিজভী, গাজী গোলাম কাদির-সহ শিয়া ও সুন্নি আলেম ও সংগঠকবৃন্দ।
বক্তারা জান্নাতুল বাকী পুনঃনির্মাণের দাবিতে ঐক্যবদ্ধ হওয়ায় আহ্বান জানিয়ে বলেন, “ফাতিমা যাহরা (সা.আ.) শুধু সুন্নিদের নবীকন্যা নন। তাঁর শানে বেয়াদবির প্রতিবাদ করা সকল মুমিন মুসলমানের কর্তব্য। আমাদের ভাবতে হবে, যারা জান্নাতের সম্রাজ্ঞীর রওজায় বুল্ডোজার চালিয়েছে, তারা কোন জান্নাতের কথা বলে? ইহুদিরাও এমন ঘৃণ্য অপকর্ম করার দুঃসাহস দেখাতে পারেনি। অথচ উম্মাহ ১০০ বছর ধরে নিশ্চুপ। নবীকন্যার (সা.আ.) রওজায় বুল্ডোজার চালানো এবং ইমাম হুসাইনের গলায় ছুরি চালানো -একই সূত্রে গাঁথা নির্মম ইতিহাস। প্রেস বিজ্ঞপ্তি
Leave a Reply