গতকাল সিলেট জেলার ফুলতলীতে দারুল কিরাতের কার্যক্রম শুরু হয়েছে। ১লা রামাদান ছাদিছ জামাতের ছাত্রদের আম মশক প্রদান করছেন হযরত আল্লামা নজমুদ্দীন চৌধুরী ছাহেব ফুলতলী।
মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষাদানের এক অনন্য প্রতিষ্ঠান দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট। এর প্রতিষ্ঠাতা জৌনপুরী সিলসিলার অন্যতম বুযুর্গ, মুজাদ্দিদে যামান, শামসুল উলামা হযরত আল্লামা মোহাম্মদ আব্দুল লতীফ চৌধুরী ছাহেব কিবলাহ ফুলতলী (র.)। হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.) ১৯৫০ ইং সনে ট্রাস্ট গঠন করে নিজ বাড়িতে এর প্রাতিষ্ঠানিক কার্যক্রম শুরু করেছিলেন। এ ট্রাস্টের অধীনে প্রতি বছর রামাদান মাসে প্রায় দুই সহস্রাধিক শাখাকেন্দ্রের মাধ্যমে কয়েক লাখ শিক্ষার্থী পবিত্র কুরআন মজীদের বিশুদ্ধ তিলাওয়াত শিক্ষালাভের সুবর্ণ সুযোগ পেয়ে থাকে। আর ট্রাস্টের সমাপনী শ্রেণি ‘ছাদিছ’-এর পাঠদান ও পরীক্ষা কেবল ফুলতলী ছাহেব বাড়িতেই হয়। বাংলাদেশ ছাড়াও ভারত, মধ্যপ্রাচ্য ও গ্রেট বৃটেনসহ ইউরোপের অনেক দেশে এবং সুদূর আমেরিকাতেও ইলমে কিরাতের এ প্রশিক্ষণ পরিচালিত হয়ে থাকে।
Leave a Reply