গত রবিবার ১৪ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলার উদ্যোগে বিশিষ্ট পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম, রাজনীতিবিদ, বুদ্ধিজীবি ও সাংবাদিকদের সম্মানে কুমিল্লা মহানগরীর চকবাজারস্থ গোমতী রোটারী সেন্টারে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
তরিকত ফেডারেশন, কুমিল্লা জেলা আহবায়ক কমিটির সদস্য সচিব জনাব আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলার আহবায়ক ও ঐতিহ্যবাহী বখ্শীয়া দরবার শরীফের গদ্দীনশীন পীর সাহেব মাওলানা শাহ মুহাম্মদ কুতুব উদ্দীন শাহেদী বখশী এবং প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ তরিকত ফেডারেশন কেন্দ্রীয় কমিটির মান্যবর মহাসচিব আলহাজ্ব ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী সাহেব।
বক্তব্য রাখেন মুহাম্মদ আলীয়া দরবার শরীফের পীর সাহেব জনাব আহমদ উদ্দীন মানিক গাফ্ফারী, বখ্শীয়া দরবার শরীফের অন্যতম খলিফা জনাব মোবারক হোসেন শাহেদী, হেছামীয়া দরবার শরীফের পীর সাহেব জনাব সৈয়দ শাকিল আহমেদ আবুল উলায়ী, গোলাপ রহমানীয়া দরবার শরীফের পীর সাহেব জনাব আব্দুল মবিন রহমানী, উসমানীয়া দরবার শরীফের খলিফা জনাব আব্দুর রহিম উসমানী, গাউসিয়া রেজভীয়া দরবার শরীফের পীর সাহেব মাওলানা আনোয়ার হোসেন রেজভী, সৈয়দ আউলিয়া শাহ দরবার শরীফের পীর সাহেব সৈয়দ ওয়াফি মারুফ সহ কুমিল্লা জেলার বিভিন্ন দরবার ও খানকা শরীফের পীর সাহেব এবং তরীকত ফেডারেশন কুমিল্লা জেলার বিভিন্ন শাখা কমিটির নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ তরিকত ফেডারেশন কুমিল্লা জেলা আহবায়ক কমিটির যুগ্ম আহবায়ক জনাব জামাল হোসেন, জনাব নাজমুল হাসান সরকার, আহবায়ক কমিটির সদস্য জনাব ডা. এমরান এইচ খান, মুহাম্মদ মাহবুবুল আলম, মুহাম্মদ জহিরুল ইসলাম শাহেদী, গাজী হাবিবুল বাশার, এডভোকেট মুহাম্মদ আলাউদ্দীন প্রমুখ সহ প্রায় দুই শতাধিক নেতাকর্মী, রাজনীতীবিদ, সাংবাদিক ও ওলামায়ে কেরাম। মিলাদ, দোয়া ও ইফতারের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।
Leave a Reply