ঢাকার নারিন্দায় মশুরীখোলার শাহ্ সাহেব হযরত ক্বেবলাহ রহ.-এর দ্বিতীয় সাহেবজাদা, দ্বিতীয় গদ্দীনশীন ও তৃতীয় মোতাওয়াল্লী হযরত শাহ্ আব্দুল লতিফ রহমাতুল্লাহ আলাইহের (মাইজ্জা মিয়া) ৫১তম ইসালে ছাওয়াব, হযরত শাহ্ আহ্সানুল্লাহ রহ. কমপ্লেক্সের ৪২ তম এবং দারুল উলূম আসানিয়া কামিল মাদরাসার ১৫৩ তম বার্ষিক ওয়াজ ও মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।
মাহফিলের সভাপতিত্ব ও আখেরী মুনাজাত পরিচালনা করেন গদ্দীনসীন পীর সাহেব ক্বেবলাহ, মশুরীখোলা দরবার শরীফ, ৮ম মোতাওয়াল্লী, হযরত শাহ্ আহসানুল্লাহ রহ. ওয়াক্ফ এস্টেট ও সভাপতি, হযরত শাহ্ আহসানুল্লাহ্ রহ. কমপ্লেক্স আলহাজ্ব হযরত শাহ্ মুহাম্মাদ আহ্ছানুজ্জামান মা.জি.আ.।
মাহফিলে প্রধান ওয়ায়েজ হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আহমদীয়া সুন্নীয়া আলীয়া মাদরাসা ষোলশহর চট্টগ্রামের মুহাদ্দিস হযরতুলহাজ্ব আল্লামা জসিম উদ্দিন আল আযহারী।
Leave a Reply