1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৫২ অপরাহ্ন

মাইজভান্ডার দরবার শরীফে টিম মিনহাজ-উল-কুরআন বাংলাদেশ

  • প্রকাশিত : শুক্রবার, ১০ মার্চ, ২০২৩
  • ৩৬৯ বার পড়া হয়েছে

মাইজভান্ডার দরবার শরীফ জিয়ারত ও শাহছুফি সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী মা.জি.আ. এঁর দোয়া সকাশে টিম মিনহাজ-উল-কুরআন বাংলাদেশ

বিশ্ব শান্তি, ভ্রাতৃত্ববোধ ও আধ্যাত্মিক শরাফতের মিলন মোহনা মাইজভান্ডার দরবার শরীফে শায়িত হযরত সৈয়দ শাহ আহমদ উল্লাহ মাইজভান্ডারী (কাদ্দাছিররুহুল আজীজ) সহ অন্যান্য আউলিয়াদের মাজার শরীফ জিয়ারত করতে ফটিকছড়ি সফর করেছেন টিম মিনহাজ-উল-কুরআন বাংলাদেশ টিম। মিনহাজ-উল-কুরআন এর সেবকরা এসময় মাইজভান্ডার শরাফতের প্রতিষ্ঠাতা সহ বাবাজান কেবলা হযরত সৈয়দ গোলামুর রহমান মাইজভান্ডারী, অছিয়ে গাউছুল আজম সৈয়দ দেলাওর হোসাইন মাইজভান্ডারী ও শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী রহ. ওনাদের মাজার শরীফ জিয়ারত করেন।

এসময় তাঁরা সাজ্জাদানশীন পীর হযরত সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী মা. জি. আ. এঁর সাথে একান্ত সাক্ষাৎ ও দোয়া মাহফিলে মিলিত হন। এসময় উপস্থিত ছিলেন দারুল ইরফান রিসার্চ ইনস্টিটিউটের চেয়ারম্যান হযরত সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী। মিনহাজ উল কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাকসুদ মোহাম্মদ নাসির ভাইজানের নেতৃত্বে এসময় মিনহাজিয়ান সেবকদের মধ্যে উপস্থিত ছিলেন এমডা‌ব্লিউএফ মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর আলম চৌধুরী, মিনহাজ উল কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় প্রেসিডেন্ট এম এ সবুর, এমকিউআই ভারত পশ্চিমবঙ্গের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সিরাজুল হক, বিশিষ্ট আলেমেদ্বীন আলহাজ্ব মাওলানা মুহাম্মদ জামাল উদ্দিন, মিনহাজ ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর ফিন্যান্স ডিরেক্টর আলহাজ্ব মুহাম্মদ মাঈন উদ্দিন, এমকিউআই ঢাকা বিভাগীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শাহীদ রিজভী, ইয়ুথ মিনহাজিয়ান মুহাম্মদ শাহিনুর ইসলাম ও সৈয়দ ইরফানুল হক (কলকাতা) প্রমুখ। এসময় উভয়পক্ষে পরস্পরের প্রতি নিজ নিজ প্রকাশনা সংস্থার প্রকাশিত বইসমূহ উপহার বিনিময় করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews