1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ১০:৪৬ অপরাহ্ন

মা‌হে রমজান উপলক্ষে লালকুঠি সাহিত্য পরিষদের আলোচনা ও কবিতা পাঠ

  • প্রকাশিত : শনিবার, ১ এপ্রিল, ২০২৩
  • ৬৯৭ বার পড়া হয়েছে

লালকুঠি সাহিত্য পরিষদ এর উদ্যোগে গতকাল ৩১ মার্চ বিকাল চারটায় লালকুঠি দরবার শরীফ মিলনায়তনে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে “রোজা আমাদের জীবনে সমাজে সাহিত্য সংস্কৃতিতে” শীর্ষক এক তত্ত্ববহুল আলোচনা সভা, কবিতা পাঠ ও হামদ নাতের অনুষ্ঠান অনুষ্ঠানুষ্ঠিত হয়। তরুন ক্বারী ও স্বনামধন্য ইসলামী সঙ্গীতশিল্পী কাওয়াল মিসবাহ বিন বাশারের সুললিত কন্ঠে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।

লালকুঠি সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা সভাপতি, লালকুঠি দরবার শরীফের সম্মাণিত পীর সাহেব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. আহসানুল হাদী সাহেবের সভাপতিত্বে ও লালকুঠি সাহিত্য পরিষদ এর সাধারণ সম্পাদক কবি আমিন আল আসাদ-এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক, প্রখ্যাত লেখক গবেষক ড. তারেক ফজল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাস ইতিহাসবিদ ও সাহিত্য সংস্কৃতি গবেষক জনাব আশরাফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক খবর পত্রের বার্তা সম্পাদক, কথাশিল্পী, লেখক, গবেষক সাংবাদিক হারুন ইবনে শাহাদাত, নজরুল ফররুখ গবেষণা ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা সভাপতি লেখক গবেষক এমদাদুল হক চৌধুরী, ছড়াশিল্পী ও কবি আতিক হেলাল, কবি তাজ ইসলাম, কবি মঞ্জু খন্দকার, কবি রবিউল মাশরাফী, কবি জামান সৈয়দী, কবি শফিকুল আলম টিটন, কবি শাহজাহান মোহাম্মদ।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর এম এম কলেজের সাবেক ভিপি জনাব মো আবদুল কাদের, ইবনে আবদুর রহমান, তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা আবু সালেহ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও কবিতা পাঠ করেন বীর মুক্তিযোদ্ধা কবি মো রফিক মিয়া, কবি সকিনা খান সিদ্দিকা, কবি আলমগীর হোসেন জোয়ার্দার, কবি সাঈদ আহমদ সাঈদ, কবি আবদুল ওয়াহেদ। ইসলামী সংগীত পরিবেশন করেন কন্ঠশিল্পী হাবিবুর রহমান, শিশুশিল্পী ইউজার্সিফ মোহাম্মদ আদনান, আবদুল্লাহ আল ফাহিম। কাওয়ালী পরিবেশন করেন শিল্পী মিসবাহ বিন বাশার। ইফতার ও আপ্যায়নের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

সংবাদটি শেয়ার করুন

One response to “মা‌হে রমজান উপলক্ষে লালকুঠি সাহিত্য পরিষদের আলোচনা ও কবিতা পাঠ”

  1. রবিউল মাশরাফী says:

    সাহিত্য সভা ও ইফতার মাহফিল খুব সুন্দর ছিল অনুষ্ঠানটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews