“মক্কা রোড সার্ভিস” অর্থাৎ হজযাত্রীদের সউদি আরবের ইমিগ্রেশন বাংলাদেশে সম্পন্নকরনের প্রক্রিয়া। ২০২৩ সালের হজে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর হয়ে যে সকল হজযাত্রীগণ হজে গমন করবেন তাদের সকলের সউদি আরবের ইমিগ্রেশন প্রক্রিয়া ঢাকায় সম্পন্ন করার লক্ষ্যে সউদি সরকারের হজ ও ওমরাহ মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার ড: মোহাম্মদ আব্দুর রহমান আল বিজাউই এর নেতৃত্বে উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রতিনিধি দল গত ১২ মার্চ ঢাকায় অবতরন করেন। সউদি সরকারের প্রতিনিধি দলের অন্য সদস্যগণ ছিলেন সউদি পররাষ্ট্র মন্ত্রনালয়ের মহাপরিচালক ফাহাদ বিন সেলিম আবু থুনাইন, সউদি ইমিগ্রেশনের মহাপরিচালক ব্রিগেডিয়ার ফয়সল বিন মোহাম্মদ আল রাজি, সউদি স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের কর্মকর্তা ব্রিগেডিয়ার মোহাম্মদ বিন ওমর আল ঘামিদি, মেজর মোহাম্মদ বিন নাসের আল হাল্লাফ, সউদি সিভিল এভিয়েশন কর্মকর্তা ইন্জিনিয়ার মাজেন বিন আহমদ বাজাহির, ইন্জিনিয়ার আব্দুল্লাহ বিন মোহাম্মদ আল আনকারি প্রমুখ। ফ্লাইনাস এয়ারলাইন্সের পক্ষে ভাইস প্রেসিডেন্ট খালেদ আবদুল্লাহ আলহেজারি, সউদি এয়ারলাইন্সের কান্ট্রিম্যানেজার তারেক আল ওয়াহদি।
১৩ মার্চ সকাল ১১ টায় শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সম্মেলন কক্ষে ধর্ম বিষয়ক মন্ত্রনালয় ও হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ(হাব) এর সাথে যৌথ সভা অনুষ্ঠিত হয়। এসময় উপস্হিত ছিলেন ধর্ম প্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খান এমপি, ধর্মমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব মতিউল ইসলাম, শাহজালাল এয়ারপোর্টের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম, হাব এর সিনিয়র সহসভাপতি জনাব মাওলানা ইয়াকুব শরাফতী, হাব এর মহাসচিব জনাব ফারুক আহমদ সরদার, পরিচালক হজ জনাব সাইফুল ইসলাম, ধর্মমন্ত্রনালয়ের উপসচিব জনাব আবুল কাশেম শাহিন, হাব এর সহসভাপতি মাওলানা ফজলুর রহমান, যুগ্মমহাসচিব জনাব আবু তাহের, জনসংযোগ সচিব ইন্জিনিয়ার আতাউর রহমান প্রমুখ। সভায় ২০২৩ সালের হজে শাহজালাল এয়ারপোর্ট দিয়ে যে সকল হজযাত্রী হজে গমন করবেন তাদের সকলের সউদি আরবের ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার সার্বিক প্রস্তুতি সম্পন্ন করার বিষয়ে সংশ্লিষ্ট সকলে একমত হন এবং এ লক্ষ্যে একটি নতুন বোর্ডিং ব্রিজ সংযুক্তকরণ সহ সকল প্রয়োজনীয় কার্যক্রম যথাসময়ে সম্পন্নের জন্য সিদ্ধান্ত গৃহীত হয়।
Leave a Reply