1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০২:৪১ অপরাহ্ন

রামাদান আত্মশুদ্ধির পাশাপাশি নিয়মানুবর্তিতা শিক্ষা দেয় : মাহবুবুর রহমান ফরহাদ

  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ৩৫৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় সভাপতি মাহবুবুর রহমান ফরহাদ বলেন, রামাদান মাস আল্লাহ প্রদত্ত মুসলিম জাতির জন্য এক অনন্য নিয়ামত। এ মাসে আল্লাহ কুরআন নাযিল করেছেন। পূর্ববর্তী উম্মতদের রোযা অবস্থায় কথা বলা নিষেধ ছিল কিন্তু আল্লাহ উম্মতে মুহাম্মাদির জন্য এ নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন। রামাদান মাসের রোযা আত্মশুদ্ধির পাশাপাশি আমাদের নিয়মানুবর্তিতা ও অধ্যবসায় শিক্ষা দেয়। প্রতিদিন মন্দ থেকে বিরত রেখে নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখার অনুশীলন এ মাসের কার্যাবলিতে রয়েছে। এর ধারাবাহিকতা যেন বাকি এগারো মাস অব্যাহত রাখি। কুরআন নাযিলের মাসে কালামে পাক তিলাওয়াতের জন্য, সহীহ শুদ্ধভাবে কুরআন তিলাওয়াত শিক্ষার জন্য আল্লামা ফুলতলী (র.) দারুল কিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট আমাদেরকে উপহার দিয়েছেন। এ মকবুল খিদমাতে আমরা যেন নিজেদের সম্পৃক্ত রাখি।

৭ এপ্রিল ২০২৩, শুক্রবার, বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সিলেট পশ্চিম জেলাধীন ওসমানীনগর উপজেলার উদ্যোগে আয়োজিত মাহে রামাদানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

শাখা সভাপতি জুনায়েদ আহমদ তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তুহিন আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিলেট পশ্চিম জেলা সভাপতি কুতুব আল ফরহাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আনা মিয়া, আনজুমানে আল-ইসলাহ ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সহ সভাপতি মাওলানা এম এ রব, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মতিন গজনবী, সহ সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মোবারক, বালাগঞ্জ উপজেলা ক্বারী সোসাইটির সাধারণ সম্পাদক হা. তৌরিছ আলী, দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মাওলানা আবুল কালাম আজাদ, সংগঠনের সিলেট পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক মাহবুব খাঁন, অফিস সম্পাদক ফয়ছল ইসলাম, আনজুমানে আল-ইসলাহ উমরপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক হাফিজ আজাদ আলী, সাবেক উপজেলা সভাপতি হাফিজ আব্দুল আমিন, উসমানপুর ইউনিয়ন শাখার অর্থ সম্পাদক নুরুল ইসলাম রাফি, বায়তুল মোয়াজ্জম জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা শাহজাহান আহমদ, ইয়াকুবিয়া হিফযুল কুরআন একাডেমির প্রিন্সিপাল মাওলানা আশরাফুল ইসলাম, সিলেট সরকারি কলেজ তালামীযের সাবেক সাধারণ সম্পাদক ফখরুদ্দিন আহমদ, বিশিষ্ট সমাজ সেবক শাহাবুদ্দিন আহমদ প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews