1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

পবিত্র রমজান উপলক্ষে হামদর্দের আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ২৯৮ বার পড়া হয়েছে

হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশের উদ্যোগে পবিত্র রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গত ৮ এপ্রিল ২০২৩, শনিবার রাজধানীর বাংলামোটরস্থ প্রতিষ্ঠানের প্রধান কার্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আধুনিক হামদর্দ বাংলাদেশের প্রতিষ্ঠাতা, চিফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া। এসময় তিনি বলেন, রমজান এসেছে আমাদের আত্মশুদ্ধির জন্য। সুতরাং ধৈর্য ও ত্যাগের শিক্ষা যে যত বেশি ধারণ করতে পারবে, সে ততো বেশি সফল হবে।
ড. হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়া হামদর্দের প্রত্যেক কর্মীকে সহমর্মিতা ও সেবার আদর্শ বুকে ধারণ করে মানবকল্যাণে আরো নিবেদিত হবার উদাত্ত আহ্বান জানান।

অনুষ্ঠানে রমজানের তাৎপর্য নিয়ে আলোচনা করেন বিশিষ্ট ইসলামিক স্কলার, হামদর্দ বাংলাদেশের ধর্ম বিষয়ক উপদেষ্টা মাওলানা শাহ ওয়ালীউল্লাহ । তিনি বলেন, রোযার পুরস্কার মহান আল্লাহ নিজ হাতে প্রদান করবেন। সুতরাং সবাইকে আল্লাহ’র সন্তুষ্টি অর্জন করতে আরো বেশি তৎপর হওয়া উচিৎ।

ইফতার মাহফিলে পরিচালক তথ্য ও গণসংযোগ আমিরুল মোমেনীন মানিক হামদ এবং সিনিয়র পরিচালক অর্থ ও হিসাব মো. আনিসুল হক নাতে রাসূল (সা.) পরিবেশন করেন ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপ-ব্যবস্থাপনা পরিচালক হাকীম মোহাম্মদ জামাল উদ্দিন রাসেল, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন বাংলাদেশ অবসরপ্রাপ্ত লে. কর্নেল মাহবুবুল আলম চৌধুরী, পরিচালক উৎপাদন বশির আহম্মদ, পরিচালক বিপণন মোহাম্মদ শরীফুল ইসলামসহ হামদর্দ পরিবারের সর্বস্তরের কর্মীরা।

আলোচনা শেষে দোয়া মোনাজাত ও ইফতার গ্রহণের মধ্য দিয়ে শেষ হয় অনুষ্ঠান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews