1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৪৯ পূর্বাহ্ন

ইসলামী ঐক্য আন্দোলনের “হক ও বাতিলের পার্থক্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ৩১৮ বার পড়া হয়েছে

ইসলামী ঐক্য আন্দোলন ঢাকা মহানগরীর উদ্যোগে ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে ১৭ই রমজান ৯ এপ্রিল ২০২৩ বিকাল ৪টায় বাংলাদেশ ফটোজার্নালিস্ট এসোসিয়েশন মিলনায়তনে “হক ও বাতিলের পার্থক্য” শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্দোলনের উপদেষ্টা মাওলানা আব্দুল আজিজ, আমির মাওলানা আজিজুল হক মুরাদ, সিনিয়র নায়েবে আমির ড. মাওলানা এ কে এম মাহবুবর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা ইসমাঈল ফারুক ও অন্যান্য নেতৃবৃন্দ।

হক ও বাতিলের পার্থক্য শীর্ষক উক্ত এই আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, বদরের প্রান্তরে মুসলিম ও কাফেরদের সম্মুখ যুদ্ধের মাধ্যমে হক ও বাতিলের অসম এক যুদ্ধের সুচনা হয়েছে। এই যুদ্ধে বিজয় লাভ করার জন্য সংখ্যাধিক্যের প্রয়োজন নেই বরং তাক্বওয়া অবলম্বন করে কুরআনকে ধারণ করে যুদ্ধে অবতীর্ণ হতে হবে। তাহলেই কেবল আল্লাহর সাহায্যে বিজয় অর্জন করা সম্ভব। রমজান মাস কুরআন নাজিলের মাস আর কুরআন হল ‘ফুরক্বান’ বা হক ও বাতিলের পার্থক্যকারি। তাই আমাদেরকে কুরআন অধিক চর্চা করতে হবে, অনুধাবন করতে হবে এবং অন্তরে ধারণ করতে হবে।

বক্তাগন আরো বলেন বিশ্বের নানা প্রান্তে মুসলিমরা আজ নির্যাতিত নিষ্পেষিত। ইসরায়েল ও চায়না সমগ্র মুসলিম বিশ্বে অবাধ বণিজ্য করে মুনাফা অর্জন করে পুজিপতি হয়েছে বিনিময়ে চায়না উইঘুর মুসলিমদের উপর এবং ইসরায়েলিরা নিরিহ ফিলিস্তিনিদের উপর আগ্রাসন নিষ্পেষণ ও নিপিড়ন চালাচ্ছে। আমাদেরকে এই বাতিলের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে। বাংলাদেশ মুসলিম প্রধান দেশ হলেও কুরআন সুন্নাহ দ্বারা রাষ্ট্র পরিচালিত হচ্ছে না। অতএব রাষ্ট্রিয় ভাবে আল্লাহর সার্বভৌমত্ব ঘোষণা করতে হবে, সংবিধান থেকে কুরআন সুন্নাহ বিরোধী আইন বাতিল করতে হবে এবং নবুওয়াতি ধারার খেলাফত প্রতিষ্ঠা করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঢাকা মহানগরীর সভাপতি মাওলানা আমিনুল ইসলাম এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন ঢাকা মহানগরীর সেক্রেটারি মাওলানা মোরশেদ খান।

আন্দোলনের আমির মাওলানা আজিজুল হক মুরাদ এর বিশেষ মোনাজাত এর মাধ্যমে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews