1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৪৮ পূর্বাহ্ন

টিউন ট্যালেন্টের ইসলামি সংগীত প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে

  • প্রকাশিত : রবিবার, ১৪ মে, ২০২৩
  • ৪৯০ বার পড়া হয়েছে

ইসলামি সংগীত প্রতিযোগিতা টিউন ট্যালেন্ট পাওয়ার্ড বাই মুসান্নিফ গ্রুপ সিজন–২ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কাকরাইলের আইডিইবি ভবনের মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে জনপ্রিয় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

দীর্ঘ কয়েক মাস যাবৎ বিভিন্ন রাউন্ডের মাধ্যমে বিচারকদের মুল্যায়ণের ভিত্তিতে উত্তীর্ণ হয়ে ফাইনালে ৬ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগীতায় চ্যাম্পিয়ন হয়েছেন আব্দুল্লাহ আকরাম আল এবং ২য় ও ৩য় স্থান অর্জন করেন যথাক্রমে সালমান ফারসী ও আরমান হোসাইন নোমান।

মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মো. মাহদিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় বিচারক ছিলেন মশিউর রহমান, গাজী আনাস রওশান, আব্দুল্লাহ আল হাদী, মাহফুজ হুযাইফা এবং আবু উবায়দা। 

এছাড়াও অতিথি ছিলেন- বঙ্গভবন জামে মসজিদের সম্মানিত খতিব সাইফুল কবির, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক, কর্ণেল (অব) কাজী শরিফ উদ্দিন, পিএইচি কুরআনের আলো ফাউন্ডেশনের সেক্রেটারি মুফতি মহিউদ্দীন, আমাদের আলোকিত সমাজের সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান এ আর কামরুল ইসলাম, নিউ ভিশন গ্রুপের চেয়ারম্যান নাজমুস ছায়াদাত, মুসান্নিফ গ্রুপের ডিরেক্টর আরিফ বিল্লাহ আল মামুন এবং শামসুল আরিফিন। এছাড়াও অনেক আলেম-ওলামা উপস্থিত ছিলেন।

মুসান্নিফ গ্রুপের চেয়ারম্যান মো. মাহদিউল আলম সভাপতির বক্তব্যে বলেন, অপসংস্কৃতি রুখতে আমাদের ইসলামি সংস্কৃতির চর্চা বৃদ্ধি করতে হবে। ইসলামি সংস্কৃতি চর্চা আমাদের ইসলামি আদর্শে জীবন গড়তে সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, আজকে যারা প্রতিযোগিতায় এসেছেন, বিজয়ী যারা হবেন তাদের প্রতি শুভেচ্ছা, যারা বিদায় নেবেন তাদের প্রতিও শুভকামনা। তবে সবার প্রতি অনুরোধ এই অঙ্গন ছাড়বেন না। বিজয়ী হবার পরেও অনেকেই হারিয়ে যায়, এজন্যই বলা হয় কিছু অর্জনের থেকে রক্ষা করাটা বেশি কঠিন। আমি আশা করি আপনারা ভবিষ্যতে আমাদের অনেক নাশিদ উপহার দেবেন।

উল্লেখ্য, জনপ্রিয় ইসলামি সংগীত প্রতিযোগিতা টিউন ট্যালেন্ট পাওয়ার্ড বাই মুসান্নিফ গ্রুপ সিজন–২ দ্বীপ্ত টেলিভিশনে প্রচার করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews