“বিশ্ব শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করতে সুফিবাদ চর্চার মাধ্যমে আন্তঃধর্মীয় সংহতি ও ভালবাসার বিকল্প নেই” শাইখ-উল-ইসলাম ডক্টর আল্লামা মুহাম্মদ তাহির উল কাদরী
জাতিসংঘ কর্তৃক ‘শান্তির দূত হিসেবে বিশেষ মর্যাদাপ্রাপ্ত ‘মিনহাজ-উল-কুরআন ইন্টারন্যাশনাল’ এর প্রতিষ্ঠাতা ও বর্তমান বিশ্বের সর্বাধিক গ্রন্থপ্রণেতা শাইখ উল ইসলাম ডক্টর আল্লামা মুহাম্মদ তাহির উল কাদরী বলেছেন, বিশ্বে শান্তি ও সম্প্রীতির সেতুবন্ধন সৃষ্টি করতে হলে সুফিবাদ চর্চার বিকল্প নেই। ধর্মের নামে বিভেদ, হিংসা, সন্ত্রাস ও সহিংসতা নয়, বরং আন্তঃধর্মীয় সংহতি ও ভালবাসার মাধ্যমে সুফিবাদ চচাই হতে পারে অশান্ত বিশ্বকে শান্তির আবাসভূমি হিসেবে গড়ে তোলার একমাত্র উপায়। ইসলাম সর্বাধুনিক সার্বজনীন জীবনব্যবস্থা, আল কুরআন শুধু মুসলমানদের জন্য প্রেরিত হন নাই। সমগ্র বিশ্ব মানবতা ও সৃষ্টিজগতের করুণানিধি হিসেবেই মানবতার মুক্তির মহান কান্ডারী নবী হযরত মুহাম্মদ (দরুদ) প্রেরিত হয়েছেন। বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সামাজিক সেবামূলক সংস্থা মিনহাজ-উল- কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশন -এম. ডব্লিউ.এফ এর উদ্যোগে গতকাল ৪ মার্চ শনিবার সন্ধ্যায় তোপখানা রোডের বি.এম.এ মিলনায়তনে অনুষ্ঠিত শান্তি ও সাম্প্রদায়িক সংহতি বিষয়ক এক আন্তর্জাতিক সম্মেলনে কানাডা থেকে অনলাইনে যুক্ত হয়ে যুগসংস্কারক শাইখ উল ইসলাম ডক্টর কাদরী প্রধান অতিথির ভাষণে এ বক্তব্য রাখেন। মিনহাজ-উল-কুরআন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মাকসুদ মুহাম্মদ নাসির এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও সুফি দার্শনিক, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য প্রফেসর ডক্টর এম শমসের আলী, অনলাইন কনফারেন্সে যুক্ত থেকে আলোচনা করেন মিনহাজ-উল-কুরআন যুক্তরাজ্যের প্রেসিডেন্ট সাইয়েদ আলী আব্বাস বোখারী। অন্যান্য রুলারদের মধ্যে আলোচনায় অংশগ্রহণ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় ফারসি বিভাগের সহযোগী অধ্যাপক ডক্টর আহসানুল হাদী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডক্টর ওসমান মেহেদী, এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ এর অধ্যাপক ডক্টর মুহাম্মদ নুরুন্নবী, মিনহাজ-উল- কুরআান ইন্টারন্যাশনাল ইন্ডিয়া পশ্চিমবঙ্গের ভাইস প্রেসিডেন্ট সৈয়দ সিরাজুল হক (কলকাতা) গাছতলা দরবার শরীফের পীর আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, ভারতের ফুরফুরা দরবার শরীফের পীরজাদা মাওলানা সাইয়েন সাউদ সিদ্দিকী, বকশীবাজার খানকাহ জহুর কাদেরীয়া র সাজ্জাদানশীন সৈয়দ আনোয়ার মোবারকী আল কাদেরী, চট্টগ্রাম দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর মাওলানা ছফি ছৈয়দ জাফর সাদেক শাহ ও মুফতি শহীদুল ইসলাম চৌধুরী। ফাউন্ডেশনের মহাসচিব অ্যাডভোকেট মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঞ্চালনায় এতে আরো উপস্থিত ছিলেন মিনহাজ উল কুরআন ইন্টারন্যাশনাল বাংলাদেশ চট্টগ্রাম বিভাগীয় প্রেসিডেন্ট এম এ সবুর, খুলনা বিভাগীয় প্রেসিডেন্ট মুহাম্মদ আবদুল কাদের, সিলেট বিভাগীয় প্রেসিডেন্ট মাওলানা সৈয়দ গোলাম সারওয়ার চিশতী, কুমিল্লা বিভাগীয় প্রেসিডেন্ট পীরজাদ মাওলানা রাশেদুল ইসলাম, রাজশাহী বিভাগীয় প্রেসিডেন্ট মাওলানা মাহবুবুর রহমান প্রমুখ।
Leave a Reply