আজ ১০ র্মাচ থেকে বি-বাড়ীয়া জেলাধীন নাসিরনগর উপজেলার ঐতিহ্যবাহী ফান্দাউক দরবার শরীফের পীরে কামেলে মোকাম্মেল শাহ সূফী আলহাজ্ব সৈয়দ আবদুস সাত্তার নকশেবন্দী ও মোজ্জাদেদ্দী ফান্দাউকী (রহ.) ও পীরে কামেলে মোকাম্মেল মোজাদ্দেদে জামান শাহ সূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক মাছুম আল ক্বাদরী, চিশতী, নকশেবন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রহ.) দ্বায়ের ২ দিন ব্যাপী ১০ ও ১১ মার্চ ফান্দাউক দরবার শরিফের কেন্দ্রীয় বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল শুরু হচ্ছে।
বাদ জুম্মা মাজার শরীফ জিয়ারত, ফাতেহা শরীফ পাঠ, খতমে কোরআন, খতমে বোখারি, খতমে খাজেগান পাঠান্তে মাহফিলের কাজ শুরু হবে। মাহফিল উপলক্ষে মুসল্লিদের থাকা খাওয়া, তাবারুক, বিশুদ্ধ পানির সার্বিক ব্যবস্থাসহ গত বছরের তুলনায় এবার বিশাল প্যান্ডেল, স্টেইজ, সি.সি.টিভি ক্যামেরা দ্বারা মাজার ও মাহফিল এলাকা বেষ্টিত, রাস্তাঘাট সহ মাহফিল এরিয়া আইন শৃঙ্খলা বাহিনী দ্বারা সার্বিক নিরাপত্তার ব্যবস্থা এছাড়াও দরবার শরীফ কর্তৃক প্রতিষ্টিত ছাত্র সংগঠন “বাংলাদেশ আঞ্জুমানে ইসলামী ছাত্রমহলের কর্মীরা স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালনে নিয়োজিত থাকবেন।
অনলাইনের মাধ্যমে (MOSTAFA TV) এর অফিশিয়াল পেইজ ও ইউটিউভ চ্যানেলের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। অজু, গোসল, টয়লেট, গাড়ি পার্কিং তাছাড়াও ওয়াজ শোনার জন্য শতাধিক মাইক, বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থার পাশাপাশি হাই ভোল্টেজ অটো জেনারেটর সহ আনুষাঙ্গিক সকল কাজ সম্পন্ন করা হয়েছে। বি-বাড়ীয়া, বিশ্বরোড, সরাইল, কিশোরগঞ্জ, নাছিরনগর, কালীগচ্চ ও হবিগঞ্জের মাধবপুর, নয়াপাড়া, রতনপুর, শায়েস্তাগঞ্জ, লাখাইসহ গুরুত্বপূর্ণ স্থানসমুহে যানজট মুক্ত রাখতে শত শত সেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে, অসুস্থ রোগীদের জন্য ফ্রি চিকিৎসা সেবা প্রদান, বি-বাড়িয়া ও হবিগঞ্জ জেলাসহ স্থানীয় প্রশাসনের উদ্যোগে নিরাপত্তা ব্যবস্থা জোড়দার করাসহ ব্যাপক প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। রোববার বাদ ফজর ফাতেহা শরীফ, মোরাকাবা-মোশাহেদা, জিকির-আজগারসহ দেশ ও জাতীর কল্যাণ, ঐক্য ও মুসলিম উম্মাহর শান্তি রহমত কামনা করে মোনাজাত করবেন দরবার শরীফের পীর ছাহেব ক্বিবলা।
Leave a Reply