1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৯:২৯ অপরাহ্ন

আগামীকাল শুরু হ‌চ্ছে ছারছীনা দরবার শরী‌ফের ১৩৩তম ঈসালে সওয়াব মাহফিল

  • প্রকাশিত : শনিবার, ১১ মার্চ, ২০২৩
  • ৪১৬ বার পড়া হয়েছে

আগামীকাল ১২ মার্চ শতাব্দীর ঐতিহ্যবাহী ছারছীনা দরবার শরীফের ১৩৩ তম তিন দিনব্যাপী ঈসালে সওয়াব ও ছারছীনা মাদ্রাসার বার্ষিক মাহফিল ও জমইয়াতে হিযবুল্লাহ সম্মেলন-২০২৩ শুরু হচ্ছে।

পুরাতন ছ‌বি

রোববার বাদ মাগরিব পবিত্র কোরআন তেলাওয়াত, হামদ-নাত, ছারছীনা দরবার শরী‌ফের হজরত পীর সাহেব কেবলা হযরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ মা. জি. আ. হুজু‌রের জিকিরের তালিম ও সংক্ষিপ্ত নসিহতের মাধ্যমে ঈসালে সওয়াব মাহফিল শুরু হবে।

১৩ মার্চ, মঙ্গলবার বাদ জোহর তিন দিনব্যাপী মাহফিলের আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। মাহফিলে প্রত্যহ বাদ ফজর ও বাদ মাগরিব হজরত পীর সাহেব কেবলা গুরুত্বপূর্ণ তালিম ও নসিহত প্রদান করবেন। এছাড়াও দরবার শরিফের বিশিষ্ট আলেমগণ বিষয়ভিত্তিক আলোচনা করবেন।

ইতিমধ্যে মাহফিলের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুরসহ দেশের বিভিন্ন স্থান থেকে মুরিদ, মেহমানগণ আসা শুরু করেছেন, অনেকে ই‌তিম‌ধ্যে পৌঁ‌ছে গি‌য়ে‌ছেন।

দরবার শরী‌ফের পক্ষ থে‌কে পীর সা‌হেব কেবলা ওলামা, খোলাফা, তা’লীমদাতা, পীরভাই, মোহেব্বীন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ’র সকল কর্মী ও দ্বীনদার মুসলমানকে উক্ত মাহফিলে যোগদান করার জন্য দাওয়াত জ‌া‌নি‌য়ে‌ছেন।

স্থানীয় প্রশাসন ও মাহফিল এন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে মাহফিলকে সুষ্ঠু ও সুন্দর করে তোলার জন্য নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews