1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৫৮ অপরাহ্ন

আগামী ১৭ মার্চ বার্ষিক ওরশ শরীফ

  • প্রকাশিত : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩৭৯ বার পড়া হয়েছে

হযরতুল আল্লামা শাহসুফি মুফতী সৈয়দ ফয়েজ উল্লাহ শাহ বখতপুরী ক.

  • সৈয়দ ফয়জুল ইসলাম

শুভ জন্ম : হযরতুল আল্লামা শাহসুফি মুফতী সৈয়দ ফয়েজ উল্লাহ শাহ বখতপুরী ক. পিতা হযরত মাওলানা শাহসুফি সৈয়দ লকিয়ত উল্লাহ শাহ রহ. এর ঔরসে আনুমানিক ১৮৯৩ খ্রিস্টাব্দে চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলার অন্তর্গত বখতপুর গ্রামের চারাবটতলস্থ মাওলানা শাহসুফি সৈয়দ কামাল উদ্দীন মুন্সির রহ. বাড়ীতে জন্ম গ্রহণ করেন। তাঁর শ্রদ্ধেয়া মাতার হযরাতে আলেমা সৈয়দা মছউদা খাতুন রহ.।

শিক্ষা জীবন : প্রাথমিক শিক্ষা আপন মাতা-পিতার তত্ত্বাবধানে আরম্ভ করেন এবং নানুপুর নিবাসী হযরত মাওলানা ওবায়দুল হক (প্রকাশ মাওলানা লাল মিয়া রহ.) ছাহেবের নিকট অধ্যায়ন করেন। পরবর্তীতে চট্টগ্রাম মুহসেনীয়া মাদরাসায় অধ্যায়নকালীন সময়ে আপন মামা আলা হযরত মূফতীয়ে আজম বাহরুল উলুম আলহাজ্ব আল্লামা শাহসুফি সৈয়দ আমিনুল হক ফরহাদাবাদী ক.-এর নিকট হতেও শিক্ষা লাভ করেন। জামাতে উলা ও টাইটেল (গোল্ডমেডেল) কলকাতা আলিয়া মাদরাসা হতে সমাপ্ত করেন।

কর্মজীবন : টাইটেল পাশ করার পর কলকাতা আলিয়া মাদরাসায় ফিকহ বিভাগের শিক্ষক হিসেবে নিয়োগ প্রাপ্ত হন এবং তৎকালীন বৃটিশ সরকার কর্তৃক গ্রান্ড মুফতীর দায়িত্ব পালন করেন।

ত্বরিকতে বায়াত গ্রহণ : তিনি কলকাতা আলিয়া মাদরাসায় শিক্ষকতা কালীন সময়ে কুতুবে জমান শামসুল উলামা হযরতুল আল্লামা শাহসুফি মোল্লা সৈয়দ সফিউল্লাহ দাদাজী রহ.-এর কাছ হতে খেলাফত প্রাপ্ত হন। তৎকালীন বৃটিশ সরকার একসময় তাঁর কাছ হতে শরিয়ত বিরোধী ফতোয়া চাইলে তিনি নারাজ হয়ে মাদরাসার শিক্ষকতা ও গ্রান্ড মুফতীর দায়িত্ব ত্যাগ করে নিজ মাত্রীভূমিতে ফিরে আসেন। বাড়ীতে আসার পর নানুপুর কালো মুন্সির হাট বাজারস্থ স্বীয় শিক্ষকের প্রতিষ্ঠিত হেমায়েতুল ইসলাম (বর্তমান বিলুপ্ত) মাদরাসায় শিক্ষকতা করেন। ফটিকছড়ি উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্টান নানুপুর মাজহারুল উলুম গাউছিয়া ফাজিল মাদরাসা প্রতিষ্টাকালীন সময়ে প্রতিষ্টাতা হযরতুল আল্লামা শাহসুফি সৈয়দ আবু সাঈদ তোফায়েল আহাম্মদ রহ.-এর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন। তৎপরবর্তী মাইজভাণ্ডার দরবার শরিফ কুতুবুল আকতাব ইইসুফে সানী জামালে মোস্তফা হযরত মাওলানা শাহসুফি সৈয়দ গোলামুর রহমান আল হাসানী ওয়াল হোসাইনী আল মাইজভাণ্ডারী ক. হতেও খেলাফত প্রাপ্ত হন এবং সেসময় মাইজভাণ্ডার দরবার শরিফ রহমানিয়া দরসে নিজামী মাদরাসার প্রধান শিক্ষক ছিলেন।

সংগঠন প্রতিষ্ঠায় ভুমিকা : গাউছুল আজম মাইজভাণ্ডারী ক.’র আদর্শবাহী সংগঠন আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভাণ্ডারী প্রতিষ্ঠাকালীন সময়ে প্রথম আহবায়ক সভাপতি ছিলেন তিনি।

শাদী মোবারক : তিনি প্রথম শাদী করেছিলেন চট্টগ্রাম হাটহাজারী উপজেলাধীন ঐতিহ্যবাহী মির্জাপুর গ্রামের সৈয়দ পাড়া নিবাসী তৎকালীন উত্তর চট্টগ্রামের প্রখ্যাত আলেমেদ্বীন মুফতীয়ে আজম সফিনাতুল ঈলম হযরতুল আল্লামা শাহসুফি সৈয়দ মছিহুল্লাহ মির্জাপুরী (বড় মাওলানা চাহেব রহ.-এর পৌত্রী সৈয়দা আমাতুর রাব্বী চাহিবা রহ.-এর সাথে, উক্ত সহধর্মিণীর ঔরসে দীর্ঘ ২২ বৎসর কোন সন্তানাদি হয়নি। তৎপরবর্তীকালে তিনি নানুপুর সৈয়দ পাড়া ফকির বাগিচা নিবাসী স্বনামধন্য ব্যাক্তিত্ব সৈয়দ আমিনুর রহমান রহ.-এর পর্দানশীন কন্যা সৈয়দা আলমাছ খাতুনকে রহ. দ্বিতীয় সহধর্মিণী হিসেবে গ্রহণ করেন, উক্ত সহধর্মিণীর ঔরসে দুই পুত্র ও দুই কন্যা জন্ম গ্রহণ করেন।

ইন্তেকাল : এই মহান মনিষী দুইপুত্র দুই কন্যা ও অসংখ্য ভক্ত মুরিদান, ছাত্র গুণগ্রাহী রেখে বিগত ১৭ মার্চ ১৯৬৫ খ্রিষ্টাব্দে ইন্তেকাল করেন। তাঁর সুযোগ্য জেষ্টপুত্র হযরত মাওলানা সৈয়দ শাহ আলম রহ.-এর ইমামতিতে জানাজার নামাজ আদায় করার পর বর্তমান মাজার শরিফে সমাহিত করা হয়।

আগামী ১৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার তাঁর ৫৮ তম ওফাত বার্ষিকী উপলক্ষে মাজার শরিফ প্রাঙ্গণে মহাসমারোহে ওরশ শরীফ পালিত হবে, উক্ত ওরশ শরীফে পরিচালনা পর্ষদের পক্ষ থেকে সকলের প্রতি দাওয়াত রহিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews