আসন্ন রমজান উপলক্ষে ঝালকাঠি জেলাশহরে অনুষ্ঠিত হল এক বর্ণাঢ্য র্যালি। বাংলাদেশ আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে অনুষ্ঠিত র্যালি ও র্যালিপূর্ব সমাবেশে অংশগ্রহণ করেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ ধর্ম-বর্ণ, দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
র্যালিকে কেন্দ্র করে গোটা ঝালকাঠি উৎসবের নগরিতে পরিণত হয়। র্যালিপূর্ব সমাবেশে সভাপতির ভাষণে আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর বলেন, ‘রমজানের মূল শিক্ষাই হল পরিশীলিত হওয়া, তাকওয়া অর্জন করা। মানসিক ও শারীরিক-সর্বপ্রকার কুরিপু পরিত্যাগ করে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠাই হচ্ছে রমজানের উদ্দেশ্য।’ নেছারাবাদী হুজুর আরো বলেন, ‘আজ আমরা রমজানের এই শিক্ষা ও উদ্দেশ্য থেকে এতটাই দূরে সরে পড়ছি যে, আমরা রোজা রাখছি-মিথ্যা বলছি; রোজা রাখছি দুর্নীতি করছি; রোজা রাখছি দ্রব্যমূল্য বৃদ্ধি করছি; রোজা রাখছি-খাদ্যে ভেজাল মেশাচ্ছি; রোজা রাখছি-যুলুম অবিচার করছি; রোজা রাখছি-অন্যায়কে অন্যায় মনে করছি না! এর একমাত্র কারণ হচ্ছে- আধ্যাত্মিক সাধনার অভাব ও দুনিয়ার প্রতি মাত্রাতিরিক্ত আসক্তি। আমরা রোজা রাখছি-একজন আরেকজনকে গালি দিচ্ছি: রোজা রাখছি-বিভেদ-বিশৃঙ্খলার জন্ম দিচ্ছি! অথচ পবিত্র রমজানের ইফতার, তারাবীহ, কেয়ামুল্লাইল সবই ঐক্যবদ্ধভাবে কাজ করার শিক্ষা দেয়। আসুন, আমরা রমজানের শিক্ষা ধারণ করে ধর্ম-বর্ণ নির্বিশেষে সত্যিকারের মানুষে পরিণত হই।’
র্যালিপূর্ব সমাবেশ অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ সভাপতি আলহাজ্ব সরদার মো. শাহ আলম, ঝালকাঠি জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. খান সাইফুল্লাহ পনির, ঝালকাঠি এনএস কামিল মাদরাসার প্রিন্সিপাল মাও. মুফতি গাজী মু. শহিদুল ইসলাম, পৌর আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ সভাপতি ও পৌর মেয়র আলহাজ মো. লিয়াকত আলী তালুকদার, মুছলিহীন ঝালকাঠি জেলা সিনিয়র সহ-সভাপতি ও নলছিটি উপজেলা চেয়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান, ঝালকাঠি প্রেসক্লাব সভাপতি কাজী মো. খলিলুর রহমান, ঝালকাঠি পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যপক ডা. অসিম কুমার সাহা, পৌর প্যানেল মেয়র রেজাউল করিম জাকির, ঝালকাঠি জেলা পুরোহিত কমিটির সভাপতি বিপুল চন্দ্র চক্রবর্তী, ঝালকাঠি পৌর ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাও. মোকতার আহমেদ, কুতুবনগর আযীযিয়া আলিম মাদরাসার প্রিন্সিপাল মাও. মোহাম্মাদ আব্দুল মান্নান, জেলা আদর্শ সমাজ বাস্তবায়ন পরিষদ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. আনোয়ার হোসেন আনু, মুছলিহীন ঝালকাঠি জেলা সভাপতি মো. আবুবকর খান বাচ্চু, মুছলিহীন, ঝালকাঠি সদর উপজেলা সাধারণ সম্পাদক মো. আল আমিন বাকলাই, মুছলিহীন, ঝালকাঠি পৌর সাধারণ সম্পাদক ও সাবেক পৌর প্যানেল মেয়র মো. মাহবুবুজ্জামান স্বপন, ঝালকাঠি জেলা মুয়াবিন কমিটির সভাপতি মো. মানিক হাওলাদার, ঝালকাঠি জেলা যুব মুছলিহীন সভাপতি অ্যাড. মো. নাসিমুল হাসান, ঝালকাঠি জেলা ছাত্র মুছলিহীন সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু প্রমুখ। সমাবেশ শেষে শহরের আমতলা রোডস্থ কায়েদ মহল থেকে র্যালিটি শুরু হয় এবং নানান স্লোগানে মুখরিত হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সমাপ্ত হয়।
Leave a Reply