1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৫৫ অপরাহ্ন

শত্রুরা হতাশা ছড়াতে চায়, শক্তিশালী ইরানকে করতে চায় দুর্বল: রায়িসি

  • প্রকাশিত : শনিবার, ১৮ মার্চ, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেছেন, শত্রুরা হতাশা ছড়িয়ে শক্তিশালী ইরানকে দুর্বল করতে চায়। আজ (শনিবার) রাজধানী তেহরানে মেট্রোরেলের কয়েকটি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট এসব কথা বলেছেন। এ সময় তিনি ইরানের বিভিন্ন অর্জন এবং উন্নয়নের ব্যাপক প্রশংসা করেন।

প্রেসিডেন্ট রায়িসি বলেন, শত্রুরা সমাজে হতাশা ছড়িয়ে দিতে চায় কিন্তু ইরানি জনগণ ‘আমরা পারি’ এই সংস্কৃতিতে বিশ্বাস করে।

ইরান সরকার ও জনগণের মধ্যকার হৃদয় নিংড়ানো সহযোগিতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশে অনেক কাজ হয়েছে এবং আরো বহু কাজ বাকি যা দেশের তরুণ সমাজের ধৈর্যের মধ্যদিয়ে এগিয়ে নিতে হবে। এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে শত্রুরা দেশের উন্নয়ন চায় না, দেশের জনগণ ভালো খবর শুনুক সেটাও তারা চায় না। এর জন্য তারা ইরানি জাতির শক্তিকে ঢেকে দিয়ে বিভিন্ন ক্ষেত্রে দুর্বলতাগুলোকে সামনে আনতে চায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews