ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং সৌদি আরবের মধ্যকার সাম্প্রতিক চুক্তি ইহুদিবাদী ইসরাইলের জন্য অনেক কিছু জটিল করে দিয়েছে। মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার একথা বলেছেন।
তিনি বলেন, চীনের মধ্যস্থতায় ইরান এবং সৌদি আরব সম্পর্ক প্রতিষ্ঠার যে চুক্তি করেছে তা মধ্যপ্রাচ্যের কৌশলগত সমীকরণ পাল্টে দেবে। এছাড়া, ইসরাইলের জন্য এই চুক্তি অনেক কিছু জটিল করে তুলবে বলে মত ব্যক্ত করেন রিচার্ড নিক্সন জামানার এ কূটনৈতিক।
তিনি বলেন, এটি বাস্তবতা যে, চুক্তি সইয়ের আগে ইহুদিবাদী সরকার যেভাবে ইরানের ওপর চাপ সৃষ্টি করা শুরু করতো এখন তা আর পারবে না। তেল আবিব যদি ইরানের ওপর চাপ সৃষ্টি করতে চায় তাহলে এখন থেকে ইসরাইলকে মধ্যপ্রাচ্যে চীনের স্বার্থ বিবেচনায় রাখতে হবে।
বিশ্ব ব্যবস্থায় যে নতুন পরিবর্তন আসছে সে বিষয়ে ইরান এবং সৌদি আরবের মধ্যে চুক্তি সইয়ে চীনের এই উদ্যোগ গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। হেনরি কিসিঞ্জার বলেন, সাম্প্রতিক বছরগুলোতে চীন ঘোষণা করেছিল যে, নতুন বিশ্ব ব্যবস্থা সৃষ্টিতে তার অংশগ্রহণ জরুরি। ইরান এবং সৌদি আরবের মধ্যে চুক্তি সই করার পদক্ষেপ নিয়ে চীন সেই পথেই এগিয়ে গেল।
Leave a Reply