1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৮৮৬ বার পড়া হয়েছে

আজ রাজধানীর হোটেল ফার্সের রিক্রেয়েশন লাউঞ্জে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ-এর উদ্যোগে মাহে রমজান এর তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ এম পি বলেছেন- মাহে রমজান মানুষের বিশুদ্ধ চরিত্র গঠন ও সত্যিকার মুমিন হিসেবে গড়ে ওঠার এক কার্যকর প্রশিক্ষণ। পারস্পরিক হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংবোধ ভুলে গিয়ে জাতীয় জীবনে একটি সুন্দর, সুখী ও সমৃদ্ধিশালী সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে অন্যতম সহায়ক শক্তি এ রমজান। সন্ত্রাস- জঙ্গিবাদসহ যাবতীয় অন্যায়-অত্যাচারের মূলোৎপাটনে এক সঞ্জীবনী শক্তি রমজান। অতএব, রমজানের প্রকৃত শিক্ষা ও উদ্দেশ্যের প্রতি যত্নবান হয়ে স্বীয় মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে পারলেই তবে সিয়াম সাধনা অর্থবহ হবে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর কেন্দ্রীয় চেয়ারম্যান জাতীয় নেতা পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী বলেছেন- আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অতীব গুরুত্বপূর্ণ। এ মূহুর্তে রাজনীতিকদের পারস্পরিক বাকযুদ্ধ নির্বাচনী পরিবেশ বিঘ্নিত হবে। এ মূহুর্তে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোন বিকল্প নেই। আর এ জন্য নির্বাচন কমিশনকে সর্বপ্রকার অশুভ প্রভাব ও যে কোন নেতিবাচক চাপের উর্ধ্বে উঠে সামগ্রিক কাজ আঞ্জাম দিতে হবে। পাশাপাশি সকল অংশীজনদের স্বীয় দায়বদ্ধতাকে অগ্রাধিকার দিয়ে মুক্তমনে সহযোগিতার হস্ত প্রসারিত করতে হবে। অন্যথায় জাতীয় স্বার্থ উপেক্ষিত হওয়া ছাড়াও রাজনীতি লক্ষ্যভ্রষ্ট হবে বলে মন্তব্য করে তিনি বলেন- নির্বাচনপূর্ব প্রক্ষাপটে সরকার ও নিবন্ধিত সকল রাজনৈতিক দলের মধ্যকার ঐকমত্য প্রতিষ্ঠা খুবই জরুরী।

রাজনীতিক রাশেদ খান মেনন বলেছেন- রোজা মানুষকে সংযমী মনোভাব গড়ে তোলার প্রশিক্ষণ দেয়। রোজা পালনের মাধ্যমে মানুষ নিজের নফস বা অন্তঃকরণকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে শেখে। রোজা মানুষকে আত্মনিয়ন্ত্রণ, মিতাচার, মিতব্যয়িতা ও পারস্পরিক ভালোবাসার শিক্ষা দেয়। তাই মরমজানের শিক্ষাকে ধারণ করে সকলকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে ওঠার দৃপ্ত শপথ নিতে হবে।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর উদ্যোগে অদ্য ২৯ মার্চ’২৩ ঢাকা বিজয় নগরস্থ হোটেল ফার্স এর রিক্রিয়েশন লাউঞ্জে অনুষ্ঠিত মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে বক্তারা উপরোক্ত মন্তব্য করেন। সংগঠনের চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী এর সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেনঃ- গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড,. হাসান মাহমুদ এম পি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ- ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মিসবাহুর রহমান চৌধুরী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর ভাইস চেয়ারম্যান আল্লামা আলাউদ্দীন জিহাদি, ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ এম ইব্রাহীম আখতারী, সিনিয়র যুগ্ন মহাসচিব পীরে তরিকত আল্লামা খাজা আরিফুর রহমান তাহেরী, যুগ্ন মহাসচিব পীরে তরিকত আল্লামা মোশাররফ হোসেন হেলালী, যুগ্ন মহাসচিব স ম হামেদ হোসাইন, যুগ্ন মহাসচিব এইচ এম মুজিবুল হক শাকুর, আমজাদ আলী লিটন, তরিকুল হাসান লিংকন, অধ্যাপক ছৈয়দ হাফেজ আহমদ, আলহাজ্ব মাওলানা ওয়াহেদ মুরাদ, আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ, আব্দুল খালেক, মাওলানা জয়নাল আবেদীন জিহাদী, এড. জসিম উদ্দীন মাহমুদ, আনিসুর রহমান, শেখ ফরিদ মজুমদার প্রমূখ। – বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

One response to “ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের ইফতার মাহফিল অনুষ্ঠিত”

  1. Md. Emdadul Islam says:

    মা-শা-আল্লাহ!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews