পবিত্র মাহে রমজান উপলক্ষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ চত্বরে চলছে মাসব্যাপী ইসলামী বইমেলা।
গত ২ এপ্রিল ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান এ মেলার উদ্বোধন করেন। ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ মেলা পুরো রমজান মাসজুড়ে চলবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এ বইমেলা।
এবারের মেলায় ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন প্রকাশনীর মোট ৬৪টি স্টল রয়েছে। মেলায় পবিত্র কোরআনের অনুবাদ, তাফসির, হাদিস, ফেকাহ, তাসাউসসহ ইসলামের বিভিন্ন বিষয়ের ওপর মৌলিক ও গবেষণামূলক গ্রন্থ এবং বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন বই স্থান পেয়েছে। মেলায় ইসলামিক ফাউন্ডেশনের স্টলে সব বইয়ে ৩৫ শতাংশ কমিশন এবং বিশেষ কিছু বই ৫০-৭০ শতাংশ কমিশনে পাওয়া যাবে।
Leave a Reply