1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ন

তুরস্কে আবার ভূমিকম্প, অন্তত একজন নিহত

  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩
  • ৩৩৭ বার পড়া হয়েছে

তুরস্কের ভূমিকম্পে বিধ্বস্ত মেলাতিয়া প্রদেশে আজ (সোমবার) আবার ভূমিকম্প আঘাত হেনেছে এবং এতে অন্তত একজন নিহত ও ৬৯ জন আহত হয়েছে। দুপুরের দিকে এই ভূমিকম্প আঘাত হানে বলে তুরস্কের জরুরি ব্যবস্থাপনা সংস্থা আফাদ জানিয়েছে।

সংস্থাটি জানায়, রিখটার স্কেলে আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৬ এবং এর কেন্দ্রস্থল ছিল ইয়েসিলিয়ুর্ত অঞ্চল। ভূগর্ভের প্রায় সাত কিলোমিটার গভীরে এর উৎপত্তিস্থল ছিল এবং আশপাশের বিভিন্ন প্রদেশে আজকের ভূমিকম্প অনুভূত হয়।
প্রাথমিক খবরে জানানো হয়েছে, ২০টির বেশি ভবন আজকের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়। সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়া ভিডিওতে অন্তত দুটো বিল্ডিং ধ্বসে পড়ার দৃশ্য দেখা যায়।
গত ৬ ফেব্রুয়ারি তুরস্কে যে ভয়াবহ ভূমিকম্প আঘাত হানে তাতে যে সমস্ত প্রদেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে মালাতিয়া তার অন্যতম। সিরিয়া এবং তুরস্কের সীমান্তবর্তী বিরাট এলাকা জুড়ে ওই ভূমিকম্প আঘাত হানে এবং এ পর্যন্ত পঞ্চাশ হাজারের বেশি মানুষ নিহত হওয়ার খবর এসেছে।
তুরস্কের অবস্থান হচ্ছে বিশ্বের সবচেয়ে ভূমিকম্পপ্রবণ অঞ্চলের একটিতে। এ কারণে দেশটিতে প্রায়ই ভূমিকম্প হয়। ৬ ফেব্রুয়ারির বিপর্যয়কর ভূমিকম্পের পর বিজ্ঞানীদের অনেকেই সতর্ক করেছেন যে, এই ধরনের মারাত্মক শক্তিশালী ভূমিকম্প ইস্তাম্বুল শহরে আঘাত হানতে পারে। তুরস্কের সবচেয়ে জনবহুল শহর হচ্ছে ইস্তাম্বুল এবং গত কয়েক দশকে সেখানে ব্যাপক নগরায়ন হয়েছে। তবে নতুন নির্মিত ভবনগুলোর নিরাপত্তা নিয়ে এখনো প্রশ্ন রয়ে গেছে।#

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews