পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় সোমবার বোমা বিস্ফোরণে অন্তত ৪ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছে।
বেলুচিস্তানের স্বাস্থ্য বিভাগের জনৈক কর্মকর্তা জানায়, কোয়েটার একটি বাজারের পাশের রাস্তায় বিস্ফোরণটি ঘটেছে।
পুলিশের প্রাথমিক তদন্তে দেখা গেছে, রাস্তার পাশের একটি মোটরসাইকেলে রাখা রিমোট কন্ট্রোল বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে পুলিশের একটি টহল গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি, দুইজন পুলিশ ও দুইজন বেসামরিক লোক নিহত হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর।
এখন পর্যন্ত কোনো সংস্থা ও ব্যক্তি এর দায় স্বীকার করেনি। সূত্র: আল-জাজিরা।
Leave a Reply