1. news@banglaislamicnews.com : admin :
সোমবার, ০৭ জুলাই ২০২৫, ০৯:৫০ অপরাহ্ন

বিশ্বকাপ জয়ের ১০০ দিনে মেসির ১০০ গোল!

  • প্রকাশিত : বুধবার, ২৯ মার্চ, ২০২৩
  • ৪৬৭ বার পড়া হয়েছে

ক্লাব ফুটবলে সবই জিতেছেন লিওনেল মেসি। দেশের হয়ে জিতেছেন কোপা আমেরিকা ও সর্বশেষ বিশ্বকাপ। কিন্তু সব পাওয়ার তৃপ্তি নিয়েও সাফল্যের সরণিতে লিওনেল মেসির যাত্রা থামার কোনো লক্ষণ নেই।

বিশ্বকাপ জেতার পরও নুত্যনতুন পালক যুক্ত হচ্ছে আর্জেন্টাইন মহানায়কের অর্জনের মুকুটে। পানামার বিপক্ষে আগের ম্যাচে পেশাদার ক্যারিয়ারে ৮০০ গোলের মাইলফলক স্পর্শ করেছিলেন। এবার মেসির কীর্তি আর্জেন্টিনার জার্সিতে ১০০ গোল। 

এখানেই শেষ নয়, সেঞ্চুরির উপলক্ষ্য তিনি রাঙিয়েছেন দুর্দান্ত এক হ্যাটট্রিকে। বাংলাদেশ সময় বুধবার সকালে ঘরের মাঠে প্রীতি ম্যাচে মেসির জাদুকরী ফুটবলে কুরাসাওকে ৭-০ গোলে উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

পরিচিত নাম না হলেও ফুটবলে কুরাসাও দুর্বল দল নয়। ডাচ ক্যারিবিয়ান অঞ্চলের দ্বীপদেশটি ফিফা র‌্যাংকিংয়ে রয়েছে ৮৬ নম্বরে। কিন্তু বিশ্ব চ্যাম্পিয়নদের সামনে দাঁড়াতেই পারেনি তারা। প্রথমার্ধেই পাঁচ গোল হজম করে ম্যাচ থেকে ছিটকে যায় কুরাসাও। ২০ থেকে ৩৭ মিনিটের মধ্যে তিন গোল করেন মেসি। 

আর্জেন্টিনার জার্সিতে তার সাত হ্যাটট্রিকের মধ্যে এটিই দ্রুততম। ইরানের আলী দাই ও পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর আন্তর্জাতিক ফুটবলে শততম গোল করা তৃতীয় ফুটবলার মেসি। ১০০তম গোলটি এলো কাতার বিশ্বকাপ জয়ের ১০০ দিন পর! দেশের হয়ে ১৭৪ ম্যাচে মেসির গোল এখন ১০২। হ্যাটট্রিকের পাশাপাশি দুটি গোল বানিয়ে দেন মেসি। আর্জেন্টিনার সাত গোলের বাকি চারটি নিকোলাস গঞ্জালেস, এনজো ফার্নান্দেজ, আনহেল দি মারিয়া ও মনতিয়েলের। 

কোনো গোল হজম না করে দুটি প্রীতি ম্যাচ জেতায় আগামী মাসে প্রকাশিত হতে যাওয়া পরবর্তী ফিফা র‌্যাংকিংয়ে ব্রাজিলকে হটিয়ে দীর্ঘদিন পর শীর্ষে ফিরবে আর্জেন্টিনা। বিশ্বকাপ জেতার পর থেকেই উৎসবের জোয়ার চলছে দেশটিতে। প্রীতি ম্যাচের মোড়কে সবই যেন বিশ্বকাপ সাফল্য উদ্যাপনের আয়োজন। 

সমর্থকদের আবেগ ছুঁয়ে গেছে মেসিকেও, সামনে আপনাদের সঙ্গে আরও অনেক আনন্দ-উৎসব ভাগাভাগি করে নেব। এই পাগলামি যেন শেষ না হয়।’ কোচ লিওনেল স্কালোনির কণ্ঠেও অভিন্ন সুর, ‘আমাদের বিশ্বকাপ জয়ের উৎসব কখনোই থামবে না।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews