1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:৪৮ অপরাহ্ন

ডলার বাদ দেয়ার উপায় নিয়ে পুতিন-শামখানির দীর্ঘ আলোচনা

  • প্রকাশিত : শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩
  • ২৯৯ বার পড়া হয়েছে

ইরান ও রাশিয়ার দ্বিপক্ষীয় বাণিজ্য থেকে ডলারে লেনদেন বাদ দেয়ার বিষয় নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন ইরানের নিরাপত্তা প্রধান আলী শামখানি।

চলতি বছরের গোড়ার দিকে মস্কো সফরের সময় শামখানি পুতিনের সঙ্গে ওই সাক্ষাৎ করেন বলে লেবানন-ভিত্তিক নিউজ চ্যানেল আল-আরাবি আল-জাদিদ খবর দিয়েছে।

ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্সনিউজের বরাত দিয়ে চ্যানেলটি বলেছে, ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে পুতিনের সঙ্গে কয়েক ঘণ্টা-ব্যাপী অফ-দ্যা-রেকর্ড বৈঠকে মিলিত হন শামখানি।  সেখানে মার্কিন নিষেধাজ্ঞার ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার উপায় নিয়ে আলোচনা হয় বিশেষ করে দ্বিপক্ষীয় বাণিজ্যিক লেনদেন থেকে কীভাবে ডলার বাদ দেয়া যায় তা নিয়ে মতবিনিময় করেন পুতিন ও শামখানি।

এ সময় রাশিয়া ও ইরান নিজেদের বাণিজ্যে চীনা মুদ্রা ইউয়ান, আমিরাতি দিরহাম এবং ভারতীয় রুপি ব্যবহার করার উপায় নিয়ে কথা বলেন। ফেব্রুয়ারি মাসে মস্কোয় আফগানিস্তান বিষয়ক এক আঞ্চলিক সম্মেলনে যোগ দিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি রাশিয়া সফরে গিয়েছিলেন।

এরপর মার্চ মাসে সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন শামখানি। গত ১০ মার্চ বেইজিং-এ সৌদি নিরাপত্তা প্রধানের সঙ্গে শামখানি ওই চুক্তি স্বাক্ষর করেন এবং গতকাল (বৃহস্পতিবার) ইরান ও সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে তেহরান-রিয়াদ কূটনৈতিক সম্পর্ক পুনঃস্থাপনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews