রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র মস্কো সম্পর্কে আমেরিকার নয়া দাবির ব্যাপারে প্রতিক্রিয়া জানিয়েছে। স্পুতনিক বার্তা সংস্থা জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ আজ (সোমবার) ওই প্রতিক্রিয়া জানান।
মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন নতুন করে দাবি করেছে: রাশিয়া পেন্টাগনের গোপন নথি ফাঁস করার সঙ্গে জড়িত ছিল। ওই দাবির প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে: পশ্চিমারা বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় যেখানেই যা কিছু ঘটে সবকিছুর জন্য রাশিয়াকে দোষারোপ করতে অভ্যস্থ হয়ে গেছে। এটা আমেরিকার একটা রোগে পরিণত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির ওপর মার্কিন গোপন নজরদারি প্রসঙ্গেও কথা বলেন পেসকভ। রুশ প্রেসিডেন্সির এই মুখপাত্র আরও বলেন: ওয়াশিংটন দীর্ঘদিন ধরে বিভিন্ন দেশের প্রধানদের বিশেষ করে ইউরোপীয় রাজধানীগুলোরও নজরদারি চালিয়ে আসছে। এই ঘটনা বহুবার প্রমাণিত হয়েছে। সুতরাং জেলেনস্কির ওপর নজরিদারির বিষয়টি আমেরিকা প্রত্যাখ্যান করতে পারে না বলে তিনি মন্তব্য করেন।
সম্প্রতি ফাঁস হওয়া পেন্টাগনের নথি প্রমাণ করছে আমেরিকা কেবল তার শত্রু কিংবা প্রতিদ্বন্দ্বীর ওপরই গুপ্তচরবৃত্তি করে নি বরং তার মিত্রদের ওপরও গুপ্তচরবৃত্তি করতে ছাড়ে নি। পেন্টাগনের এই গোপন তথ্য ফাঁস হয়ে পড়ার ঘটনায় মার্কিন কর্মকর্তাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে স্পুতনিক জানিয়েছে।
Leave a Reply