1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১২:১৮ অপরাহ্ন

ব্রিটেন ও আমেরিকার উচিত ইয়েমেনের ভূখণ্ড অবিলম্বে ত্যাগ করা

  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০২৩
  • ৩১৯ বার পড়া হয়েছে

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেছেন: ব্রিটেন ও আমেরিকার উচিত ইয়েমেনের নেতার হুমকিকে গুরুত্ব সহকারে নেওয়া এবং সেদেশের ভূখণ্ড অবিলম্বে ত্যাগ করা।

গতকাল (বুধবার) ইয়েমেনের সশস্ত্র বাহিনী আগ্রাসী সৌদি-আমিরাত জোটের বিরুদ্ধে প্রতিরোধের নবম বার্ষিকী উপলক্ষে একটি মহড়া করেছে। ওই মহড়ায় দেশটির সকল সামরিক ইউনিটের উপস্থিতি ছিল।

ফারস বার্তা সংস্থা জানিয়েছে, ইয়েমেনের ন্যাশনাল স্যালভেশন সরকারের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন: যে মহড়াটি অনুষ্ঠিত হয়েছে তা ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সকল ব্যাটালিয়নের প্রস্তুতির সাথে সঙ্গতিপূর্ণ। সারি আরও বলেন, ইয়েমেনের জনগণের কাছে এই মহড়ার বার্তা হচ্ছে তাদের সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনী যে কোনো আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণভাবে প্রস্তুত রয়েছে। তিনি বলেন: বিশেষ করে আমিরাত, সৌদি আরব ও মার্কিন নেতৃত্বাধীন আগ্রাসী শক্তিগুলোর জন্য এই মহড়ার বার্তা হলো-যদি শান্তি চাও আমরা শান্তি স্থাপন করব। আর যদি যুদ্ধ করতে চাও তবে আমরাও রণাঙ্গনে উপস্থিত আছি এবং সদা প্রস্তুত আছি, রমজান হোক কিংবা অন্য যে-কোনো মাসে।

মার্কিন যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য কয়েকটি দেশের সমর্থনে সৌদি আরব মার্চ ২০১৫ থেকে ইয়েমেনের বিরুদ্ধে সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। তারা দেশটিকে স্থল, সমুদ্র এবং আকাশপথে অবরোধ করে রেখেছে।

তাদের আগ্রাসনের ফলে লাখ লাখ ইয়েমেনি নিহত ও আহত হয়েছে এবং ৪০ লক্ষাধিক মানুষ বাস্তুচ্যুত হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews