1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৫১ পূর্বাহ্ন

রাশিয়ায় মার্কিন সাংবাদিক আটক, যা বললেন বাইডেন 

  • প্রকাশিত : শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩
  • ৩০৭ বার পড়া হয়েছে

গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের সাংবাদিক ইভান গার্শকোভিচকে আটক করেছে রাশিয়া। এ বিষয়ে প্রথমবারের মতো মুখ খুললেন প্রেসিডেন্ট জো বাইডেন। খবর সিএনএনের। 

সিএনএনের এক সাংবাদিকের প্রশ্নের উত্তরে রাশিয়ার প্রতি ওই সাংবাদিককে ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন জো বাইডেন। 

এ সময় আরেক সাংবাদিক জানতে চান, যদি ওই সাংবাদিককে না ছাড়া হয় তবে যুক্তরাষ্ট্র রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করবে কিনা। উত্তরে বাইডেন জানান, এ বিষয়ে এখনো কোনো কিছু ভাবছে না যুক্তরাষ্ট্র। 

এদিকে শুক্রবার ইভান গার্শকোভিচকে গ্রেফতারে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। 

প্রসঙ্গত, সম্প্রতি গোপন তথ্য হস্তগত করার চেষ্টাকালে ইউরাল পর্বতাঞ্চলের ইয়েকাতেরিনবার্গ শহর থেকে ইভান গার্শকোভিচকে আটক করা হয়েছে। 

এফএসবিকে উদ্ধৃত করে রাশিয়ার বার্তা সংস্থা ইন্টারফ্যাক্সের প্রতিবেদনে বলা হয়, ইভান গার্শকোভিচ যুক্তরাষ্ট্রের নাগরিক। ২২ বছর বয়সি ইভান ওয়াল স্ট্রিট জার্নালের মস্কো ব্যুরোর একজন সংবাদদাতা হিসেবে কাজ করতেন। তিনি যুক্তরাষ্ট্র সরকারের স্বার্থে গুপ্তচরবৃত্তি করছেন বলে সন্দেহ করা হয়। এরই পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।

গার্শকোভিচের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে রাশিয়ার একটি সামরিক শিল্প কমপ্লেক্সের কর্মকাণ্ডের বিষয়ে গোপন তথ্য সংগ্রহের চেষ্টার অভিযোগ এনেছে মস্কোর নিরাপত্তা সংস্থা। যদিও এ অভিযোগের বিষয়ে কোনো ধরনের প্রমাণ দেয়নি ক্রেমলিন কর্তৃপক্ষ। গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত হলে গার্শকোভিচের ২০ বছরের কারাদণ্ড হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews