1. news@banglaislamicnews.com : admin :
মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫, ১১:৫২ পূর্বাহ্ন

মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত

  • প্রকাশিত : মঙ্গলবার, ১১ এপ্রিল, ২০২৩
  • ৩০৫ বার পড়া হয়েছে

মিয়ানমারের মধ্যাঞ্চলের সাগাইং শহরে সামরিক বাহিনীর বিমান হামলায় অন্তত ৪০ জন নিহত হয়েছে। এই শহরকে সামরিক জান্তা-বিরোধী ঘাঁটি বলে বিবেচনা করা হয়ে থাকে।

প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, সামরিক অভিযানে কয়েক ডজন মানুষ হতাহত হয়েছে। তারা আজকের (মঙ্গলবার) এই অভিযানকে সর্বশেষ সামরিক অভ্যুত্থানের পর সবচেয়ে মারাত্মক হামলা বলে উল্লেখ করেছে। 

ইয়াঙ্গুন থেকে ১১০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সাগাইঙ শহরের প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পত্রিকার খবরে বলা হয়েছে, বিমান হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছে যাদের মধ্যে শিশুও রয়েছে।

একটি প্রশাসনিক কার্যালয় উদ্বোধনের জন্য জড়ো হওয়া মানুষের ওপর সকাল সাড়ে সাতটার দিকে বিমান হামলা চালানো হয়। প্রথমে জঙ্গিবিমান দিয়ে এবং এরপর এমআই-৩৫ হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়েছে। নিহতের সংখ্যা ৪০ থেকে ৫০ বলা হলেও এ সংখ্যা কারো বাড়তে পারে বলে আল-জাজিরা টেলিভিশনের ওয়েবসাইটে জানানো হয়েছে। মিয়ানমারের সামরিকত জান্তার পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
Copyright ©banglaislamicnews.com
Theme Customized By BreakingNews